বরিশালে ২২ বোতল ফেন্সিডিলসহ বৃদ্ধা আটক
নিজস্ব প্রতিবেদক ॥
নগরী থেকে ২২ বোতল ফেন্সিডিল সহ এক বৃদ্ধাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার দুপুরে নবগ্রাম রোডের চৌমাথা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। আটক নারীর নাম রোকেয়া বেগম (৫৩)। সে সাতক্ষিরার দেবহাটা থানার সেকান্দারা গ্রামের খলিলুর গাজীর স্ত্রী।
বিএমপি’র গোয়েন্দা শাখার সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক ছগির হোসেনে এর নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে চৌ-মাথা সংলগ্ন নবগ্রাম রোড উদয়ন বিদ্যালয় প্রাথমিক শাখা স্কুলের সামনে পাকা রাস্তার উপর।
এসময় ঐ নারীকে তল্লাশী করে ২২ বোতল ফেন্সিডিল উদ্ধারের পর আটক করা হয়। অভিযুক্তের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Post Comment