Loading Now

বরিশালে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক ।।

বরিশালে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা। আজ ২৬ মে সোমবার সকাল ১০ টায় জেলা প্রশাসন বরিশালের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর ঢাকা এর তত্ত্বাবধানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এর পৃষ্ঠপোষকতায় নগরীর অশ্বিনীর কুমার হলে ২ দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়।

৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দীন, জেলা শিক্ষা অফিসার মোঃ হারুনুর রশীদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিথির জেলা ম্যাজিস্ট্রেট সুফল চন্দ্র গোলদার। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী প্রমূখ। শুরুতে অতিথিরা বেলুন ফেস্টুন উড়িয়ে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন। পরে অতিথিরা বিজ্ঞান মেলার বিভিন্ন বিষয় তুলে ধরে আলোচনা করেন। পরিশেষে তারা মেলার স্টল পরিদর্শন করেন। মেলায় বরিশাল জেলার ১০ টি উপজেলাসহ মহানগরীর ১০টি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ২১টি স্টল রয়েছে, মেলা চলবে আগামী ২৭ মে পর্যন্ত।

Post Comment

YOU MAY HAVE MISSED