Loading Now

বরিশালে ৪৭০ কেজি জাটকা জব্দ

নিজস্ব প্রতিবেদক ।।

বাংলাদেশের অমূল্য মৎস্য সম্পদ রক্ষার র‍্যাব-৮ এবং মৎস্য অধিদপ্তরের একটি যৌথ অভিযানে মঙ্গলবার রাত ২ টায় বরিশালের রূপাতলী টোল প্লাজায় প্রায় ৪৭০ কেজি অবৈধ জাটকা মাছ (আনুমানিক মুল্য ১,১৭,৫০০ টাকা) জব্দ করেছে। এসময় অবৈধ জাটকা পাচার কালে সাইফুল প্যাদা (৩২) নামক একজন পাচারকারী গ্রেফতার হয়।

র‍্যাব-৮ এর নেতৃত্বে পরিচালিত এই অভিযানটি দেশের অর্থনীতি এবং পরিবেশগত ভারসাম্যের জন্য গুরুত্বপূর্ণ একটি সংরক্ষিত প্রজাতি জাটকা মাছ এর অবৈধ পরিবহন সম্পর্কিত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালনা করা হয়। এই অভিযান বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ রক্ষার প্রতি র‍্যাব এর অটল প্রতিশ্রুতিকে তুলে ধরে। অবৈধভাবে জাটকা আহরণ এবং পরিবহন বাংলাদেশের ইলিশ মাছের প্রবৃদ্ধির জন্য মারাত্মক হুমকিস্বরূপ।

 

এই অভিযান, অবৈধ মাছ ধরার মত অপরাধের বিরুদ্ধে লড়াইয়ের চলমান ধারা কে তুলে ধরে যা বাংলাদেশের মৎস্য সম্পদের অবাধ বিচরন, প্রজনন এবং উচ্চ ফলন নিশ্চিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইলিশ বাংলাদেশের একটি অমূল্য সম্পদ। সমাজের সকল স্তরের নাগরিকের এই মাছ রক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সকলের জন্যে সহজলভ্য করাই এই অভিজানের মূল লক্ষ।

জব্দকৃত জাটকা, মৎস্য অধিদপ্তরের প্রচলিত নিয়ম অনুসারে নিষ্পত্তি করা হয়। অবৈধ ব্যবসায় জড়িতদের সনাক্ত এবং গ্রেপ্তার করার জন্য কর্তৃপক্ষ তাদের তদন্ত কার্জক্রম চালিয়ে যাচ্ছে। এই সফল অভিযান মৎস্য আইন প্রয়োগ এবং বাংলাদেশের জলজ সম্পদ রক্ষার জন্য একটি বৃহত্তর প্রচেষ্টার অংশ। র‍্যাব-৮ এবং মৎস্য অধিদপ্তর অবৈধ মাছ ধরা রোধ এবং মৎস্য সম্পদের টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য নিয়মিত অভিযান পরিচালনা করতে প্রতিশ্রুতিবদ্ধ।

Post Comment

YOU MAY HAVE MISSED