Loading Now

বরিশালে ৪ যুবককে কুপিয়ে জখম: শেবাচিমে ভর্তি

নিজস্ব প্রতিবেদক ।।

বরিশাল নগরীর পলাশপুর এলাকায় পূর্বের শত্রুতার জেরধরে ও মাদকদ্রব্য, ইয়াবা, গাঁজা বিক্রয় প্রতিবাদ করায় চার যুবককে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। আহত পরিবার জানান, নগরীর ৫ নং ওয়ার্ড পলাশপুর মোহাম্মদ পুর এলাকায় দীর্ঘদিন ধরে সোহাগ মুন্সি ও নিষিদ্ধ আওয়ামী ছাত্র লীগের সদস্য (৫আগষ্টে) ছাত্র জনতার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলাকারী সুরুজ ও সম্রাট নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ও গাঁজা বিক্রি করে আসছেন।

চলতি মাসের প্রথম দিকে আহত যুবক পলাশ হাওলাদার প্রতিবাদ করায় তার বিরুদ্ধে একটি ষড়যন্ত্র মূলক ধর্ষণ মামলা দায়ের করেন হামলাকারীরা ! আজ সোমবার (১৯মে) রাত আনুমানিক ১১টার সময় পলাশের বাসার সামনে এ হামলার ঘটনা ঘটে।

আহত পরিবারের সদস্য মোঃ রাসেল হাওলাদার বলেন, তার বড় ভাই পলাশ হাওলাদার বাসার সামনে দাড়িয়ে থাকা অবস্থায় পূর্বের পরিকল্পিতভাবে সোহাগ মুন্সি ও তার ছেলে সম্রাট মুন্সি, সুরুজ, সুমন (তুলা সুমন) মুক্তা ও তার ভাইয়ের স্ত্রীসহ ৫/৬ জন দেশীয় অস্ত্র দিয়ে সন্ত্রাসীরা এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন।

এসময় পলাশের ডাক চিৎকার শুনে স্থানীয় অনিক,মুন্না, কানাই ছুটে এসে উদ্ধার করার চেষ্টা করলে তাদের কুপিয়ে জখম করেন। শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপালের কর্তব্যরত চিকিৎসক বলেন, গুরুতর আহত হওয়ায় কারনে আহতদের উন্নয়ন চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা লাগতে পারে।

আহতরা হলেন, নগরীর কাউনিয়া থানাধীন ৫ নং ওয়ার্ড পলাশপুর (মোহাম্মদ পুর) এলাকার বাসিন্দা মোঃ পলাশ হাওলাদার, মুন্না, কানাই, অনিক।

এবিষয় কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো, নাজমুল নিশাত এর মুঠোফোনে কল দিলেও সংযোগ বিচ্ছিন্ন পাওয়া গেছে।

Post Comment

YOU MAY HAVE MISSED