বরিশালে ৫ পাইপগান উদ্ধার, এলাকায় আতঙ্ক
নিজস্ব প্রতিবেদক ।।
বরিশালের বাবুগঞ্জের পুকুর থেকে পাঁচটি দেশীয় পাইপগান উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার উপজেলার রহমতপুর ইউনিয়ন পরিষদের পেছনের খানবাড়ির পুকুর থেকে এ অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
পুলিশ জানায়, অপারেশন ডেবিল হান্টের অংশ হিসেবে এ অস্ত্র উদ্ধার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপুরে প্রাথমিক স্কুলের শিক্ষার্থীরা পুকুরের পাশে একটি ব্যাগ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে অস্ত্রগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির সিকদার বলেন, ‘পাইপগান দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। আমাদের লোক গিয়ে অস্ত্রগুলো উদ্ধার করে। অস্ত্র উদ্ধারের ঘটনায় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।’
তিনি আরও বলেন, ‘অভিযানের অংশ হিসেবে সন্ত্রাসীরা ভয়ে অস্ত্র ফেলে গা-ঢাকা দিয়েছে।
Post Comment