বরিশালে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা
নিজস্ব প্রতিবেদক ।।
বরিশাল নগরীর পোর্ট রোড এলাকায় অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়েছে। এসময় সাতটি প্রতিষ্ঠান থেকে ২৪ হাজার পাঁচশ’ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
তথ্যের সত্যতা নিশ্চিত করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপ-পরিচালক অপূর্ব অধিকারী বলেন, সকালে নগরীর পোর্ট রোড ও ফলপট্টি এলাকার ফলের দোকান, গরু এবং মুরগীর মাংসের দোকান, পিয়াজ, আলু, রোশনের আড়ৎসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়েছে।এসময় পণ্যের বাড়তি মূল্য রাখা, মূল্য তালিকা হাল নাগাদ না করায় সাতটি প্রতিষ্ঠান থেকে ২৪ হাজার পাঁচশ’ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অভিযানে বরিশাল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় সহকারী-পরিচালক ইন্দ্রণী দাস ও জেলা সহকারী পরিচালক সুমী রাণী মিত্র উপস্থিত ছিলেন।
Post Comment