Loading Now

বরিশাল আদালতে সাক্ষী দিতে এসে পুলিশ কর্মকর্তার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক ॥

বরিশাল নগরীর আবাসিক হোটেলে স্ট্রোকে সাতক্ষীরার কাটাখালি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবায়ের হোসেনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুরে নগরীর সদর রোডের হোটেল সামসে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।

তিনি বলেন, ইন্সপেক্টর জোবায়ের সাতক্ষীরার কাটাখালি হাইওয়ে থানায় কর্তব্যরত ছিলেন। মঙ্গলবার বরিশাল আদালতে একটি মামলার সাক্ষী দিতে এসেছিলেন তিনি। হোটেল সামসে অবস্থানকালে দুপুর ১২টার দিকে জোবায়ের অসুস্থ হয়ে পড়েন। তাকে উপস্থিত লোকজন হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক জোবায়েরকে মৃত ঘোষণা করেন।

মৃত জোবায়ের হোসেন পটুয়াখালীর বাউফল উপজেলার আহম্মেদ হোসেনের ছেলে। তিনি ২০১১ সালে ৩২তম আউট সাইট ক্যাডারে সাব-ইন্সপেক্টর পদে পুলিশে যোগদান করেন। বুধবার জোবায়ের হোসেনের লাশ গ্রামের বাড়িতে দাফন করা হবে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

Post Comment

YOU MAY HAVE MISSED