Loading Now

বরিশাল ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক ।।

বরিশাল ইনডিপেনডেন্ট টেলিভিশনের ব্যুরো প্রধান মুরাদ আহমেদকে সভাপতি এবং যমুনা টেলিভিশনের ব্যুরো প্রধান কাওছার হোসেনকে সাধারণ সম্পাদক করে বরিশাল ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিইমজা) নতুন কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (২০ মে) রাতে সংগঠনের নিয়মিত সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সদ্য সাবেক সভাপতি ফিরদাউস সোহাগ। সমসাময়িক নানা বিষয় নিয়ে আলোচনার পর উপস্থিত সদস্যদের সম্মতিতে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। সংগঠনকে গতিশীল করতে কণ্ঠ ভোটে ১৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করেন সদস্যরা।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি চ্যানেল ২৪’র ব্যুরো প্রধান কাওছার হোসেন রানা, সহ-সভাপতি নয়া দিগন্ত (অনলাইন)ও দিগন্ত টিভির ব্যুরো প্রধান আযাদ আলাউদ্দিন, সহ-সাধারণ সম্পাদক দেশ টিভির প্রতিনিধি শাকিল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক কালের কণ্ঠ মাল্টিমিডিয়া রিপোর্টার মনির হোসেন খান, কোষাধ্যক্ষ এখন টেলিভিশনের রিপোর্টার অমিত হাসান অভি, দপ্তর সম্পাদক দেশ টিভির ক্যামেরাপারসন শাহিন সুমন, প্রচার সম্পাদক ইনডিপেনডেন্ট টেলিভিশনের স্টাফ রিপোর্টার আল আমিন জুয়েল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাহাত খান, বিভাগীয় সম্পাদক (ঢাকা) সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার শফিক মুন্সী, নির্বাহী সদস্য এখন টেলিভিশনের বিশেষ প্রতিনিধি ফিরদাউস সোহাগ, মাছরাঙা টেলিভিশনের ব্যুরো প্রধান গিয়াসউদ্দিন সুমন, স্বদেশ টিভি’র প্রতিষ্ঠাতা জসিম জিয়া ও সময়ের আলো (অনলাইন) ব্যুরো প্রধান এম মোফাজ্জেল।

আগামী ২ বছর বরিশাল ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের দায়িত্ব পালন করবে এই কমিটি।

Post Comment

YOU MAY HAVE MISSED