Loading Now

বরিশাল-কুয়াকাটা, বরিশাল-পিরোজপুর রুটে বাস চলাচল বন্ধ

 

নিজস্ব প্রতিবেদক ॥

আজ থেকে বরিশাল-কুয়াকাটা ও বরিশাল-পিরোজপুর রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। রূপাতলী বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল কালাম চৌধুরী জানান, বাস মালিক এবং শ্রমিকদের জান মাল রক্ষায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, বিএম কলেজের এক নারী শিক্ষার্থীকে লাঞ্ছিত এবং পরবর্তীতে প্রতিবাদ করতে গিয়ে শ্রমিকের মারধরের শিকার হয় বিএম কলেজের শিক্ষার্থীরা। লাঞ্ছিত ও মারধরের প্রতিবাদে রূপাতলীতে সড়ক অবরোধ ও বাস ভাংচুর করে বিএম কলেজের শিক্ষার্থীরা। বাস ভাংচুরের প্রতিবাদে শ্রমিক ইউনিয়ন এই ধর্মঘট ডাকা হয়।

Post Comment

YOU MAY HAVE MISSED