বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচন: বিএনপি-জামায়াত প্যানেল, স্বতন্ত্র প্রার্থীর ছড়াছড়ি
নিজস্ব প্রতিবেদক ॥
বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে এবছর আওয়ামীলীগ সমর্থিত আইনজীবীদের পক্ষ থেকে কোন প্যানেল দেয়া হয়নি। যার ফলে একক ভাবে নির্বাচনে অংশ গ্রহন করছে বিএনপি ও জামায়াত সমর্থিত আইনজীবীরা। তাই ঐতিহ্যবাহী বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে নেই কোন নির্বাচনী আমেজ। বিএনপি ও জামায়াত সমর্থিত আইনজীবীরা যে যেভাবে পারছে মনোনয়ন পত্র ক্রয় করছেন। এনিয়ে বিএনপি ও জামায়াত সমর্থিত আইনজীবীদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে।
জানাযায়, বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি ও জামায়াত সমর্থিত আইনজীবীরা জোট বেধে প্যানেল দিয়েছে। অপরদিকে আছেন বিদ্রোহী প্রার্থীও। রোববার ২৬ (জানুয়ারি) মনোনয়ন পত্র জমা দিয়েছেন মোট ৪৪ প্রার্থী। এরমধ্যে প্যানেলের প্রার্থী ১১ জন ও বিদ্রোহী ৩৩ জন।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বরিশাল জেলা ইউনিটের সভাপতি মহসিন মন্টু বলেন, বিএনপি ও জামায়াত সমর্থিত আইনজীবীদের নিয়ে প্যানেল দেয়া হয়েছে। এতে সভাপতি পদে সাদিকুর রহমান লিংকন, সাধারন সম্পাদক পদে মির্জা রিয়াজ হোসেন, সহ-সভাপতি পদে অসীম কুমার বাড়ৈ ও নজরুল ইসলাম খসরু, যুগ্ম সাধারন সম্পাদক পদে আব্দুর রহমান চোকদার ও রুহুল আমিন খায়ের, অর্থ সম্পাদক পদে আব্দুল মালেক এবং নির্বাহী সদস্য পদে বিএনপির তিনজন ও জামায়াতের একজনকে নির্ধারন করা হয়েছে। মহসিন মন্টু বলেন, প্যানেলের বাইরে যারা জমা দিয়েছে তারা ২৮ জানুয়ারী প্রত্যাহার করে নিবে, আমরা আশাবাদী। মনোনয়ন প্রত্যাহার না করলে কেন্দ্র তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও গণতান্ত্রিক আইনজীবী পরিষদ অংশ নেবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। শুধু বিএনপি ও জামায়াত সমর্থিত আইনজীবীরা নির্বাচনে অংশ নেবে।
সংগঠনের সিদ্ধান্ত না মেনে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তাদের মধ্যে সভাপতি পদে আলী হায়দার বাবুল, মুজিবুর রহমান নান্টু, নাজিমউদ্দিন আহমেদ পান্না ও এসএম আব্দুল্লাহ। সাধারন সম্পাদক পদে মো. আজাদ হোসাইন, আনোয়ার হোসেন ভুলু, এইচএম মজিবুর রহমান সবুজ ও সালাহউদ্দিন মাসুম। এছাড়াও সহ-সভাপতি পদে নজরুল হক মোল্লা, মনির হোসেন খান, তারিকুল ইসলাম, আব্দুল বারেক, সৈয়দ মোহাম্মদ হানিফ ও মোহাম্মদ ইউনুস আলী হাওলাদার। যুগ্ম সাধারন সম্পাদক পদে মিজানুর রহমান রাজু, সাইদুর রহমান সোহেল, বিউটি সুলতানা, রাকিব হাসান, হারুন অর রশিদ, আবুল বাশার, কামরুল হাসান মুছা ও মনির হোসেন। অর্থ সম্পাদক পদে সুফিয়া বেগম, আবদুল মালেক জাকির হোসেন-৩ ও ফরিদউদ্দিন। নির্বাহী সদস্য পদে আরো ৯জন মনোনয়ন পত্র ফরম জমা দিয়েছে। এরা হলেন : সায়েম উল আলম, আবুল খায়ের রতণ, মাইনুল ইসলাম সজল, জিহাদ বিন ইসলাম , ফজলুল হক বিশ্বাস, মনসুর, আজাদ, মতিউর রহমান সেন্টু, কাজী মাহমুদা, জাকির হোসেন জাকির, রিয়াজুল হক,তমাল বিশ্বাস। অপরদিকে মনোনয়নপত্রে ভুল হওয়ায় ১২ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন নির্বাচন উপ পরিষদের আহ্বায়ক মোখলেছুর রহমান বাচ্চু।
Post Comment