বরিশাল জেলা আইনজীবী সমিতির দুই পক্ষের পাল্টাপাল্টি নির্বাচনী তফসিল ঘোষণা!
নিজস্ব প্রতিবেদক :
বরিশাল জেলা আইনজীবী সমিতির ২০২৬ সালের নির্বাচন উপলক্ষে পাল্টাপাল্টি নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। এক পক্ষের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৫ ফেব্রুয়ারি বরিশাল জেলা আইনজীবী সমিতি ভবনে নির্বাচন অনুষ্ঠিত হবে। অপরপক্ষ যারা তুলনামূলকভাবে শক্তিশালী তারা আগামী ৫ ফেব্রুয়ারি নির্বাচনের তারিখ উল্লেখ করে তফসিল ঘোষণা করেছে।
নির্বাচনী তফসিল অনুযায়ী বর্তমান সভাপতি পক্ষে ২৫ জানুয়ারি রোববার দুপুর ১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হবে। ২৯ জানুয়ারি সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। মনোনয়নপত্রের সঙ্গে প্রত্যেক প্রার্থীর এক কপি পাসপোর্ট সাইজের ছবি জমা দেওয়া বাধ্যতামূলক। ১ ফেব্রুয়ারি প্রার্থীদের মনোনয়নের খসড়া তালিকা প্রকাশ করা হবে। ২ ফেব্রুয়ারি দুপুর ১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকবে। ৩ ফেব্রুয়ারি দুপুর ২টায় নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৫ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। দুপুর ১টা থেকে দেড়টা পর্যন্ত নামাজ ও মধ্যাহ্নভোজের জন্য ভোটগ্রহণ বন্ধ থাকবে।
তবে এই নির্বাচনী তফসিল প্রত্যাখান করে অপর আইনজীবী পক্ষ আগামী ৫ ফেব্রুয়ারি-২০২৬ নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। তুলনামূলকভাবে শক্তিশালী এই পক্ষটি ইতিমধ্যেই তাদের ঘোষিত নির্বাচনী তফসিল অনুযায়ী আগামী ১৫ জানুয়ারি বৃহস্পতিবার দুপুর ২.০০ টা হইতে বিকেল ৪.০০ টা পর্যন্ত মনোনয়ন পত্র বিতরন করা হবে। ১৮/০১/২৬ তারিখ রবিবার দুপুর ২.০০ টা হইতে বিকেল ৪.০০ টা পর্যন্ত মনোনয়ন পত্র জমা নেওয়া হবে। (প্রত্যেক প্রাথীর এক কপি পাসপোর্ট সাইজের ছবি মনোনয়ন পত্রের সাথে অব্যশ্যই জমা দিতে হইবে)। ১৯/০১/২৬ তারিখ সোমবার প্রার্থীদের মনোনয়নের খসড়া তালিকা প্রকাশ করা হবে। ২০/০১/২৬ তারিখ মঙ্গলবার দুপুর ২.০০ টা হইতে বেলা ৪.০০ টা পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহার করা যাবে। ২১/০১/২৬ তারিখ বুধবার দুপুর ২.০০ টায় নির্বাচনে অংশগ্রহনকারীদের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ০৫/০২/২৬ তারিখ বৃহস্পতিবার সকাল ৯.০০ টা হইতে বিকেল ৪.০০ টা পর্যন্ত ভোট গ্রহন করা হবে।
৫ ফেব্রুয়ারির ভোটের পক্ষে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এবং সাধারণ আইনজীবীদের সমর্থন থাকায় তারা অনেকটা শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে ইতিমধ্যেই প্রভাব বিস্তার করেছে। বিশেষ করে সিনিয়র আইনজীবীরা এই পক্ষে থাকায় বার লাইব্রেরী ইতিমধ্যেই তাদের নিয়ন্ত্রণে চলে এসেছে। তবে বিএনপি ঘরানার আইনজীবীদের মধ্যে এ ধরণের বিভেদের কারণে সাধারন আইনজীবীরা অনেকটাই বিব্রত বলে জানা গেছে এবং তারা জানিয়েছে সুষ্ঠূ নির্বাচন নিয়ে অনেকটা শঙ্কা রয়েছে।



Post Comment