বরিশাল জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ!
নিজস্ব প্রতিবেদক ।।
বরিশাল জেলা প্রশাসক কার্যালয় ক্যাম্পাসে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। রবিবার সকাল থেকে উচ্ছেদ অভিযান চালিয়েছে বরিশাল জেলা প্রশাসন। তাদের সহায়তা করেছে বরিশাল সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ।
বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মো. লুৎফর রহমান জানান, বরিশাল বিভাগীয় কমিশনারের নির্দেশে জেলা প্রশাসক কার্যালয়ে অবস্থিত ১১টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
উচ্ছেদ হওয়া অবৈধ স্থাপনা ছিলো স্ট্যাম্প ভেন্ডারসহ চা-পান সিগারেটের দোকান। এ বিষয়ে স্ট্যাম্প ভেন্ডারসহ দোকানীরা জানান, জেলা প্রশাসকের কাছ থেকে লাইসেন্স নিয়ে ব্যবসা করেন।
দোকানগুলো জেলা প্রশাসক কার্যালয় মসজিদের আওতায় ছিলো। জেলা প্রশাসক মসজিদের সভাপতি। দোকানের ভাড়া পরিশোধ করা হয়েছে। কোন ধরনের নোটিশ না দিয়ে তাদের উচ্ছেদ করা হয়েছে।
বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, তার ক্যাম্পাসে বিশেষ করে যে সকল স্থাপনায় ড্রেন আটকে গিয়েছে সেই সকল স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। পূর্বে নোটিশ না দিয়ে উচ্ছেদের বিষয়ে জেলা প্রশাসক বলেন, তাকে না জানিয়ে স্থাপনা স্থাপন করেছেন। তাই জানানোর কি আছে?
Post Comment