Loading Now

বরিশাল-ঢাকা মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষ, আহত ২০

 

নিজস্ব প্রতিবেদক ।।

যাত্রীবাহী দুটি বাস ও তৈলবাহী লরির ত্রিমুখী সংঘর্ষে কমপক্ষে ২০জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৮ জনকে গুরুতর অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠিয়েছেন ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সদস্যরা।

শনিবার (২৮ ডিসেম্বর) বেলা সাড়ে এগারটার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোরের বাইচখোলা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, দুর্ঘটনার পরপরই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কের দুইপাশে ৮ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। ফলে চরম ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রীরা। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দীর্ঘক্ষণ চেষ্টার পর যান চলাচল স্বাভাবিক করেন।

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানিয়েছেন, শ্যামলী ও এস.ই নামের যাত্রীবাহী পরিবহনের দুটি বাসের সঙ্গে তৈলবাহী লরির ত্রিমুখী সংঘর্ষ হয়। খবর পেয়ে ১৩ জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি আরও বলেন, দুর্ঘটনাকবলিত শ্যামলী পরিবহনের বাসটি মহাসড়কের মধ্যে থাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে যান চলাচল স্বাভাবিক করা হয়।

গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান জানিয়েছেন, দুর্ঘটনার খবর পেয়ে সেনাবাহিনী ও হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করেন। যান চলাচল স্বাভাবিক হওয়ার পর দুর্ঘটনাকবলিত গাড়ি তিনটি জব্দ করে থানায় রাখা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Post Comment

YOU MAY HAVE MISSED