বরিশাল নগর বিএনপির আহবায়ক ও সদস্য সচিবকে কেন্দ্রের শোকজ
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা উপেক্ষা করে ঢাকা থেকে এসে বরিশালে বহর নিয়ে শোডাউন করায় ও দলটির চেয়ারম্যান কে নিয়ে অতিরঞ্জিত বক্তব্য প্রদান করায় মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান ফারুক ও সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদারকে ২৪ ঘন্টার নোটিশ এ কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কেন্দ্রীয় বিএনপি। এহেন কর্মকান্ডের জন্য তাদের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তাও লিখিত আকারে জানতে চেয়েছে বিএনপি হাই কমান্ড। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজভী স্বাক্ষরিত পত্রের মাধ্যমে তথ্য জানা গেছে।অন্যদিকে মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক প্রকাশ পাওয়ার ব্যাপারটি স্বীকার করেছেন। তিনি বলেন চিঠি পেয়েছি আমরা উত্তর দেওয়ার প্রস্তুতি নিচ্ছি।
উল্লেখ্য গত ১১ ই জানুয়ারি রাজধানী ঢাকা থেকে বাসযোগে বরিশাল নতুল্লাবাদ টার্মিনালে নেমে দলীয় নির্দেশনা উপেক্ষা করে প্রতিপক্ষের কাছে নিজেদের শক্তি জাহির করতে গিয়ে ব্যাপক সোডাউন দেয় মনিরুজ্জামান ফারুক ও জিয়াউদ্দিন সিকদার। তার ঠিক একদিনের মাথায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে বিএনপি।
Post Comment