Loading Now

বরিশাল বারের সাবেক সভাপতি অ্যাড.বাবলুর উপর সন্ত্রাসী হামলা

 

স্টাফ রিপোর্টার ॥

বরিশাল নগরীর সদর রোডস্থ জামে বায়তুল মোকাররম জামে মসজিদ কমিটির সভাপতি ও বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট সৈয়দ গোলাম মাসউদ বাবলুকে মারধর ও অপহরণ চেষ্টার অভিযোগ উঠেছে সদর রোড এলাকার সাগরউদ্দিন মন্টিসহ তার সহযোগীদের বিরুদ্ধে।বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে সংঘটিত এঘটনায় কোতয়ালী মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, অ্যাডভোকেট বাবলু, গতকাল যোহরের নামাজ আদায় শেষে বায়তুল মোকাররম মসজিদ থেকে বের হওয়ারা পর সদর রোডের মৃত নাসিরউদ্দিন ভুইয়ার পুত্র সাগরউদ্দিন মন্টি, আগরপুর রোডের শাকিব হোসেনসহ ৪/৫ জন তার তার উপর অর্তকিত হামলা চালিয়ে বেধড়ক মারধর করে।

বাবলু অভিযোগ করেন, হামলাকারী মন্টি মারধরের পাশাপাশি তাঁর দাড়ি ধরে টেনে ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। এছাড়া হামলাকারীরা নিজেদের বিএনপির লোক দাবি করে গত ৪ আগস্ট বরিশাল বিএনপির কার্যালয়ে হামলার অভিযোগ এনে বাবলুকে টেনে হিচড়ে অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় মুসল্লীরা সম্মিলিতভাবে বাঁধা দিলে বিভিন্ন হুমকি প্রদর্শন করে মন্টিসহ অন্যরা স্থান ত্যাগকরে।

হামলার শিকার অ্যাডভোকেট বাবলু জানিয়েছেন, তার উপর হামলার ঘটনা তিনি স্থানীয় বিএনপির শীর্ষনেতাদের জানালে তারা সকলেই জানিয়েছে মন্টি বিএনপির কেউ না।

তিনি আরো জানান, হামলাকারীদের গ্রেপ্তারের জন্য তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন।

Post Comment

YOU MAY HAVE MISSED