Loading Now

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে অপহরণ করে মুক্তিপণ দাবি

নিজস্ব প্রতিবেদক ।।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থীকে মাইক্রোবাসে তুলি নিয়ে অপহরণ করে মুক্তিপন দাবি করা হয়েছে। পরে অবশ্য মুক্তিপণ না পেয়ে মোবাইল ফোন-মানিব্যাগ রেখে ওই শিক্ষার্থীকে ছেড়ে দেয় অপহরণকারীরা।

সোমবার (২৩ জুন) বরিশাল থেকে গ্রামের বাড়ি ঝিনাইদহ যাওয়ার পথে মাদারিপুরে সকাল ৮টার দিকে বাস থেকে নামলে অপহরণের শিকার হন ভুক্তভোগী শিক্ষার্থী মো. আসাদ। তিনি বিশ্ববিদ্যালয়ের ১১তম ব্যাচের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি ঝিনাইদহের মহেশপুর উপজেলায়।
জয়পুরহাটে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে কর্মশালা

আসাদের পরিবার ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, অপহৃত শিক্ষার্থীর বড় চাচা মারা যাওয়ায় আজ ভোরে ৬টায় বরিশাল থেকে বাড়ির উদ্দেশে রওয়ানা হয়ে মাদারিপুর পর্যন্ত বাসে যান।

মাদারিপুর থেকে ঝিনাইদহে যাওয়ার জন্য গাড়ি খুঁজছিলেন। এমন সময় মাইক্রোবাসটি তাকে ঝিনাইদহে পৌঁছে দেবে বলে উঠিয়ে নেয়।

এর পর অপহরণকারীরা পরিবারের সঙ্গে ০১৫১৮৪৯৫৬০৯ নম্বর থেকে যোগাযোগ করে মুক্তিপণ দাবি করে। বিষয়টি পরিবারের মাধ্যমে জানাজানি হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন পুলিশের সহযোগিতা নেন। প্রশাসনের তৎপরতার খবর পেয়ে অপহরনকারীরা তার সব কিছু রেখে তাকে ছেড়ে দেন।

এ বিষয়ে আসাদের সহপাঠী রাফিদ হাসান জানান, আসাদের চাচা মারা যাওয়ায় ও আজ ভোরের দিকে বরিশাল থেকে বাড়ির উদ্দেশে রওনা দেন। পথে এই ঘটনার শিকার হন।

আসাদের বাবা বলেন, আসাদকে মাদারিপুর থেকে মাইক্রোবাসে তুলে নিয়ে অপহরণ করে মুক্তিপণ দাবি করেছিল। মুক্তিপণ না পেয়ে ওর মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে ছেড়ে দিয়েছে পরে অন্য একটি বাসে করে আসাদা বাড়ি ফিরছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সোনিয়া খান সনি বলেন, মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থীকে বরিশাল থেকে ঝিনাইদাহ বাড়ি যাওয়ার পথে মাদারিপুরে আটকিয়ে মুক্তিপণ দাবি করা হচ্ছে। এমন ঘটনা জেনে মাদারিপুর পুলিশকে কল করে ওই শিক্ষার্থীকে উদ্ধার করে বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। ওই শিক্ষার্থী এবং পরিবারের সঙ্গে কথা হয়েছে বলেও জানান তিনি।

Post Comment

YOU MAY HAVE MISSED