বরিশাল বেলভিউ হাসপাতাল ও মেডিকেল সার্ভিসেসকে ৩০ হাজার টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক ।।
বরিশালে একটি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে অভিযান চালিয়ে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বরিশাল সদর রোডস্থ বেলভিউ হাসপাতাল ও মেডিকেল সার্ভিসেসে অভিযান পরিচালনা করা হয়। এসময় রোগীদের অবহেলা, অস্বাস্থ্যকর পরিবেশ, সেবার মান খারাপ সহ বিভিন্ন বিষয় উল্লেখ করা হয়। এর পরিপ্রেক্ষিতে বরিশাল জেলা জাতীয় নিরাপত্তা গোয়েন্দার তথ্যের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাফিনুর রহমান ও ডেপুটি সিভিল সার্জন শওকত আলীর নেতৃত্বে বুধবার দুপুরে এই অভিযান পরিচালিত হয়। এসময় হাসপাতাল কতৃপক্ষের অব্যবস্থাপনার বিরুদ্ধে এই অভিযান পরিচালিত হয়।
অভিযান পরিচালনা সূত্রে জানা যায়,
দেশব্যাপী অবৈধ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়।
উক্ত অভিযানে জাতীয় ভোক্তা অধিকার আইন-২০০৯ এর ৫৩ ধারা অনুসারে সতর্কতামূলক শাস্তি হিসেবে ৩০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
জনস্বার্থে ধারাবাহিকভাবে এই অভিযান চলবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শাফিনুর রহমান।
Post Comment