Loading Now

বরিশাল মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যান ফ্রন্টের কমিটি গঠন

এলবার্ট রিপন বল্লভ আহবায়ক

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যান ফ্রন্টের বরিশাল মহানগর শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। গঠিত কমিটিতে এলবার্ট রিপন বল্লভকে আহবায়ক ও কানু সাহাকে সদস্যসচিব করে ৩৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।৫ ফেব্রুয়ারী সংগঠনটির চেয়ারম্যান বিজন কান্তি সরকার ও মহাসচিব এস এন তরুন দে উক্ত কমিটি অনুমোদন করেন। ঘোষিত কমিটি তে বিজয় ভক্তকে সিনিয়র যুগ্ম আহবায়ক করে,অল্যোক বসু,কমলেস বৈদ্য,অশোক কুমার ঠাকুর

,গিলবার্ট চৌধুরী অশোক,চঞ্চল দাস কানুকে যুগ্ম আহবায়ক করা হয়েছে।কমিটির অনান্য সদস্যরা হলেন,

সুভাশিস সেন,
রাজিব দাস দেবা,
অমিত বসু,
চঞ্চল দাস কালু,
মিঠু বাড়ই,
শৈলেন ঘরামী,
লিটু দে,
মিলন চ্যাটার্জী,
মুরাদ ভক্ত,
জয়ন্ত লাল রাউ,
অপূর্ব ভক্ত,
পলাশ দেবনাথ কালু,
ডমনিক ডন মিস্ত্রি,
সুব্রত খাসকেল,
সুজন রায়,
রাজিব ঘোষ,
সুভাস দাস,
বিপ্লব বাড়ই,
কান্তি সরকার,
বিশ্বজিৎ হালদার,
সুমন পাথর,
শুভ গুহ,
প্রসনজিৎ দাস,
সঞ্জয় চন্দ্র রায়,
নিলিমা মিত্র,
বৃষ্টি কুণ্ডু,
বিপ্লব সরকার,
সুশেন বিশ্বাস,
এস, এস, তরুন দে

@স/ক ১২

 

Post Comment

YOU MAY HAVE MISSED