বরিশাল মহাশ্মশান পরিদর্শনে পুলিশ কমিশনার
নিজস্ব প্রতিবেদক ॥
উপমহাদেশের ঐতিহ্যবাহী শ্মশান দিপালী উৎসব পালনে বরিশাল মহাশ্মশানে চলছে ব্যাপক প্রস্তুতি। আগামী ৩০ অক্টোবর অনুষ্ঠিত হবে মূল অনুষ্ঠান। উপমহাদেশের সর্ববৃহৎ দেড়শ বছরের পুরনো মহাশ্মশানে প্রতিবারের ন্যায় এবারও শেষ সময়ে সমাধিগুলো ধোয়া মোছার কাজ চলছে। নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে গতকাল বিকেলে মহাশ্মশান সরেজমিন পরিদর্শন করেছেন বরিশাল মেট্টোপলিটন পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম।
তিনি বলেন, বিগত যে কোন সময়ের চেয়ে এবার শ্মশান দিপালী উৎসব ঘিরে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে সাদা পোশাকে সিটিএসবি সদস্যরা দায়িত্ব পালন শুরু করেছে। শ্মশান রক্ষা কমিটির নেতারা আমাকে জানিয়েছে অনুষ্ঠানে সব চেয়ে সমস্যা হচ্ছে কিছু উশৃঙ্খল যুবক। যারা মেয়েদের বিরক্ত করে থাকে। আমরা এ বিষয়টি গুরুত্বের সাথে দেখছি। এই বখাটেদের রুখতে মূল উৎসবের দিন ডিবি পুলিশ মোতায়েন থাকবে।
এছাড়া ড্রোন ব্যবহার করে এসব বখাটেদের সনাক্ত করা হবে। তিনি বলেন, দুর্ভোগ এড়াতে দুটি গেট করা হয়েছে। একটি দিয়ে প্রবেশ করবে অন্যটি দিয়ে বের হবে। প্রতিটি গেটে পুলিশের তল্লাশি থাকবে।
ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রনে অন ওয়ে করে দেওয়া হবে বলে জানান তিনি। শ্মশান দিপালী স্থান পরিদর্শনের সময় পুলিশ কমিশনারের সাথে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর পূজা উদযাপন কমিটির সভাপতি ভানু লাল দাস ও সাধারন সম্পাদক গোপাল চন্দ্র দাস।
Post Comment