Loading Now

বরিশাল সমাজসেবার সাজ্জাদ পারভেজ শ্রেষ্ঠ সহকারী পরিচালক

বরিশাল জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ শ্রেষ্ঠ সহকারী পরিচালক হয়েছেন। জাতীয় সমাজসেবা দিবস-২০২৬ উপলক্ষ্যে তাকে সমাজসেবা অধিদপ্তর এ সম্মাননা প্রদান করেন।
মানবিকতা, দক্ষতা ও সমাজকল্যাণমূলক কার্যক্রমে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে এই সম্মানে ভূষিত করেছে। তিনি আগেও জাতীয় পর্যায়ে প্রশংসিত হয়েছেন। ২০২০ সালে জাতীয় শুদ্ধাচার পুরস্কার অর্জন করেন। বিশেষ করে সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ এর আগে জাতীয় পর্যায়ে তিনবার শ্রেষ্ঠ প্রবেশন অফিসার নির্বাচিত হয়েছেন। এছাড়া তিনি ২০১৭ সালে জেলা প্রশাসক পদক লাভ করেন।
মানবিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের জন্য সাজ্জাদ পারভেজ ইতোমধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। তিনি ‘৮৪ ইভেন্ট গ্রুপ’-এর আহ্বায়ক হিসেবে গত দুই বছরে হতদরিদ্র মানুষের পুনর্বাসনের লক্ষ্যে ২৬ লক্ষ টাকা সহায়তা বিতরণ করেছেন।

শ্রেষ্ঠ সহকারী পরিচালক মনোনীত হওয়ায় প্রতিক্রিয়ায় সাজ্জাদ পারভেজ বলেন, ‘এই সম্মান শুধু আমার নয়, সমাজসেবা বিভাগের প্রতিটি মানবিক সহকর্মীর। আমি বিশ্বাস করি, মানুষের পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় কাজ। যতদিন দায়িত্বে থাকবো, অসহায় মানুষের জন্য কাজ করে যেতে চাই।’

 

Post Comment

YOU MAY HAVE MISSED