বরিশাল সাম্প্রদায়িক সম্প্রতি রক্ষা কমিটি’র নিন্দা ও প্রতিবাদ
নিজস্ব প্রতিবেদক ।।
বরিশালের বাকেরগঞ্জের শ্যামপুরের একটি সার্বজনীন পুজামণ্ডপে হামলা-ভাঙচুরের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ‘ বরিশাল সাম্প্রদায়িক সম্প্রতি রক্ষা কমিটি’। শনিবার বিকেলে সংগঠনটির সভাপতি শহিদুল ইসলাম মিরন এবং সাধারণ সম্পাদক এলবার্ট রিপন বল্লভ এক প্রেস বিজ্ঞপ্তিতে এই নিন্দা জ্ঞাপনসহ হামলা-ভাঙচুরের ঘটনায় জড়িত সকলকে গ্রেপ্তারপরবর্তী আইনের আওতায় নিয়ে আসার জোর দাবি করেছেন।
সেই সাথে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন এবং আসন্ন দুর্গাপুজার আগে সকল মন্দির বিশেষ নিরাপত্তার আওতায় নিয়ে আসার ক্ষেত্রে সংশ্লিষ্ট পুলিশ-প্রশাসনের প্রতি অনুরোধ রেখেছেন।
জানা গেছে, শ্যামপুরের মন্দিরের প্রতীমা ভাঙচুরের ঘটনায় ইতিমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করেছে আইনশঙ্খলা বাহিনী। পাশাপাশি কর্মস্থলে দায়িত্ব অবহেলার অভিযোগে ওসি শফিকুল ইসলামকে শাস্তিস্বরুপ তাৎক্ষণিক বাকেরগঞ্জ থানা থেকে সরিয়ে নেওয়া হয়।
আইনশৃঙ্খলা বাহিনীর তাৎক্ষণিক পদক্ষেপে কিছুটা হলেও স্থানীয়দের স্বস্তি দিয়েছে।’
Post Comment