Loading Now

বরিশাল সিটিতে রাস্তা দখল, ভুক্তভোগিদের মানববন্ধন!

নিজস্ব প্রতিবেদক ॥

বরিশাল সিটি কর্পোরেশনের ২২ নং ওয়ার্ডের জনগুরুত্বপূর্ণ রমজান আলী সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী দখলদারদের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয় সাধারণ জনগনা।

বৃহস্পতিবার (২৭ মার্চ) বেলা ১১ টায় ওই এলাকার খান সড়ক জামে মসজিদের ইমাম মাও. মো. সিদ্দিকুর রহমান এর সভাপতিত্বে রমজান আলী লেনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় গন্যমাণ্য ব্যাক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন, অবসরপ্রাপ্ত টিএন্ডটি কর্মকর্তা আব্দুল হাকিম, মালেক হাওলাদার, মর্জিনা বেগম, এলাকার গৃহিনী শিউলি বেগম, সাফিয়া বেগম, হেসনে আরাসহ আরো অনেকে।

বক্তারা বলেন, সিটি কর্পোরেশন কর্তৃক নির্মিত রমজান আলী সড়কটি একই এলাকার বাসিন্দা সাহবুদ্দিন বাউন্ডারী দেয়াল দিয়ে দখল করে রেখেছেন।

এখন পুরো সড়কটি দখল করতে চাইছে দখলকারী সাহাবুদ্দীন গং। এতে করে এলাকার এম্বুলেন্স, ফায়ার সার্ভিসের গাড়ি আসা যাওয়াসহ ও সাধারণ নাগরিকদের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

তাই ঘটনার জানান দিতে মানববন্ধনের মাধ্যমে জনসার্থের বিষয়টি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি।

Post Comment

YOU MAY HAVE MISSED