বরিশাল সিটি করপোরেশনের ৩ ওয়ার্ডের দায়িত্ব পেল প্রকৌশলীরা
নিজস্ব প্রতিবেদক ।।
৫ আগস্ট স্বৈরাচারী হাসিনা পতনের পর বরিশালে আত্মগোপনে চলে গেছে অনেক জনপ্রতিনিধিরা। এরই ধারাবাহিকতায় বরিশাল সিটি করপোরেশনের অনেক কাউন্সিলররা আত্নগোপনে রয়েছেন। আবার ১ কাউন্সিলর সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর বাসভবনে আটকা পড়ে আগুনে পুড়ে মৃতবরন করেন। ফলে বিঘ্নিত হচ্ছে নাগরিক সেবা। এ পরিস্থিতি থেকে উওরনে বরিশাল সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত প্রশাসকের নির্দেশনায় আপাতত ৩ টি ওয়ার্ডে বিসিসির প্রকৌশলী দের দায়িত্ব দেয়া হয়েছে।
অন্যান্য ওয়ার্ডের কাউন্সিলরদের সাথে আলোচনা করা হচ্ছে তারা যদি অফিস করে তাহলে তাদেরকে বলবৎ রেখে নিষ্ক্রিয় ও লাপাওা কাউন্সিলরদের স্থানে নতুন করে কোন কর্মকর্তা দায়িত্ব দেওয়া হবে। আপাতত দায়িত্ব দেওয়া ৩ ওয়ার্ডগুলো হলো ১৯ নং ওয়ার্ড( যার কাউন্সিলর নইমুল হোসেন লিটু,তিনি ৫ আগষ্টের ঘটনায় নিহত হয়েছেন), ২২ নং ওয়ার্ড(যার কাউন্সিলর দীর্ঘদিন আগে মৃত্যু বরন করেছেন), এবং ২০ নং ওয়ার্ড( যার কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব যিনি রাজনৈতিক পটপরিবর্তনের পরে লাপাওা হয়ে গেছে)।
তবে এ বিষয়টি নিশ্চিত করতে পারেনি বিসিসির জনসংযোগ কর্মকর্তা আহসান উদ্দিন রোমেল। তিনি জানান আমি কোন নোটিশ কিংবা দপ্তরাদেশ পাইনি।
কিন্তু বিষয়টি নিশ্চিত করেছেন প্রশাসক ও বরিশালের বিভাগীয় কমিশনার শওকত আলী। তিনি জানান অনেক কাউন্সিলর রাজনৈতিক মামলায় আত্নগোপনে থাকলেও নাগরিক সেবা চালু রেখেছেন কিন্তু যারা চালু রাখেনি তাদের স্থলাভিষিক্ত করা হবে কর্মকর্তাদের। কারন নাগরিক সেবা চালিয়ে যেতে হব।
***************************
বিসিসি / dp/ copyrighted
Post Comment