Loading Now

বরিশাল সিটি কর্পোরেশনের ৩০ ওয়ার্ডের দায়িত্বে ১৮ কর্মকর্তা!

 

নিজস্ব প্রতিবেদক ॥

নগরীর ৩০ টি ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালনে নতুন করে বিভিন্ন দপ্তরের ১৮ কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। বুধবার এ সংক্রান্ত একটি আদেশ বরিশাল সিটি কর্পোরেশনে পৌঁছেছে। এর আগে নগরীর ৩০টি ওয়ার্ডে কাউন্সিলরের দায়িত্বে ছিলেন সিটি কর্পোরেশনের ২৬ কর্মকর্তা। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অফিস আদেশ সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার বিভাগের সিটি কর্পোরেশন শাখ-১ এর প্রজ্ঞাপন অনুযায়ী পরবর্তি কোন আদেশ না দেয়া পর্যন্ত বরিশাল সিটি কর্পোরেশনের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনের জন্য ১৮ কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে। এর আগে গত ৩ অক্টোবর বরিশাল সিটি কর্পোরেশনের প্রথম ও দ্বিতীয় শ্রেণির কর্মকর্তাদের দেয়া ওয়ার্ডের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

নতুন করে দায়িত্ব দেয়া কর্মকর্তারা হলেন-বরিশাল মহানগরীর অতিরিক্ত পুলিশ কমিশনার খন্দকার মো. শামীম হোসেনকে ১২ নম্বর ওয়ার্ডে, বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-পরিচালক গৌতম বাড়ৈকে ৯ ও ১০, বিটিসিএল এর মহা ব্যবস্থাপককে ১১ ও ১৬, গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে ৭ ও ৮, সড়ক ও জনপথ অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে ১৩ ও ২৩, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে ১৪, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে ৩ ও ৪, বাংলাদেশ বিদ্যুত উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে ২৪ ও ২৫, বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে ১৫ ও ১৭, ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. হেলালউদ্দিন খানকে ২৮ ও ২৯, পরিবেশ অধিদপ্তরের সিনিয়র ক্যামিষ্ট মো. গোলাম কিবরিয়াকে ১ ও ২, বনবিভাগের বরিশাল সদর রেঞ্জ কর্মকর্তা আবু সুফিয়ান সাকিবকে ২৬ ও ১৮, বরিশাল নৌ-বন্দর কর্মকর্তা আব্দুর রাজ্জাককে ২৭ ও ৩০, প্রাথমিক শিক্ষার উপ-পরিচালককে ৫ ও ৬, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে ২১ ও ২২ নম্বর ওয়ার্ডে।

এ বিষয়ে দায়িত্ব প্রাপ্ত বনবিভাগের বরিশাল সদর রেঞ্জ কর্মকর্তা আবু সুফিয়ান সাকিব বলেন, চিঠি পেয়েছি। দায়িত্ব পালনে সচেষ্ট থাকবো।

Post Comment

YOU MAY HAVE MISSED