Loading Now

বরিশাল ২ ছাত্রলীগ নেতা আটক;নেতাদের বাসায় অভিযান

নিজস্ব প্রতিবেদক ।।

বরিশালে বিএনপির অফিসে অগ্নিসংযোগ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় বরিশাল জেলা ছাত্রলীগের সক্রিয় নেতা শাহরিয়ার আলম সাদ ও ৯ নং ওয়ার্ডের ছাত্রলীগের সভাপতি সীমান্তকে আটক করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। বুধবার (৩০ এপ্রিল) রাতে নগরীর পৃথক পৃথক এলাকা থেকে তাদের আটক করা হয়।

অন্যদিকে রাতে নৈরাজ্য সৃষ্টির পায়তারার গোপন সংবাদের ভিওিতে পুলিশ নগরীর আওয়ামী লীগ নেতা ও সাবেক কাউন্সিলর সামজিদুল কবির বাবুর বাসভবনে অভিযান পরিচালনা করে। তবে তাকে বাসায় পাওয়া যায় নি।বাবু ৫ আগষ্টের পর দায়ের করা একাধিক মামলার আসামী। অন্যদিকে নগরীর ৯ নং ওয়ার্ডের ছাত্রলীগ সভাপতি সীমান্তকে আটক করার তথ্য নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান।

তিনি বলেন, “বিএনপির পক্ষ থেকে দায়ের করা মামলার ভিত্তিতে শাহরিয়ার আলম সাদ, ৯ নং ওয়ার্ডের ছাত্রলীগ সভাপতি সীমান্ত কে গ্রেপ্তার করা হয়েছে।”একই সাথে সাবেক এক কাউন্সিলরের বাসায় অভিযান পরিচালনা করা হয়।

উল্লেখ্য, শাহরিয়ার আলম সাদ ও সীমান্ত বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত। কিছুদিন আগে নগরীতে রাতের আঁধারে সরকারবিরোধী একটি মিছিলে অংশ নিতে দেখা যায় তাকে, যা নিয়ে নগরজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়।

তবে আশ্চর্যের বিষয় হলো নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা সাদকে আটকের পরে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীকে সাদকে ছাড়িয়ে নিতে দৌড়ঝাপ করতে দেখা যায়! তবে শেষ পর্যন্ত মহানগর বিএনপির শীর্ষ এক নেতার কঠোর নির্দেশে তা আর সম্ভব হয় নি।

Post Comment

YOU MAY HAVE MISSED