বলরাম পোদ্দারকে কারাগারে প্রেরণের নির্দেশ
নিজস্ব প্রতিবেদক ॥
আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সরকারি বিএম কলেজের সাবেক জিএস বলরাম পোদ্দারকে কারাগারে পাঠিয়েছেন আদালতের বিচারক। গতকাল বুধবার বিএনপি অফিসে ভাঙচুর ও আগুন দেওয়া মামলায় অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এরপর পক্ষে-বিপক্ষে শুনানী অনুষ্ঠিত হয়।
শুনানী শেষে আদালতের বিচারক হাবিবুর রহমান তালুকদার আসামী বলরাম পোদ্দারকে বরিশাল জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। এ তথ্য নিশ্চিত করেছেন বরিশাল সদর থানার জিআরও এনামুল হক। তিনি জানান, বলরাম পোদ্দারে বিরুদ্ধে বেশ কয়েকটি রাজনৈতিক মামলা রয়েছে। এর মধ্যে বিএনপি অফিসে ভাঙচুর আগুন দেওয়া ও মহানগর বিএনপির’ সদস্য সচিব জিয়াউদ্দিন শিকদারের উপর হামলাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।
এছাড়া ঢাকায়ও তার বিরুদ্ধে রাজনৈতিক মামলা রয়েছে। ঢাকায় গ্রেপ্তারের পর বলরামকে বরিশালের ৩টি মামলায় শোন এ্যারেস্ট দেখানো হয়। আদালতে হাজির করতে ঢাকা থেকে বরিশাল কেন্দ্রিয় কারাগারে নিয়ে আসা হয়। গতকাল আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
Post Comment