Loading Now

বহিষ্কারাদেশ প্রত্যাহার হলো বরিশাল বিএনপির ৩ নেতার

নিজস্ব প্রতিবেদক ।।

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ইতপুর্বে বহিষ্কৃত বরিশাল মহানগর বিএনপির ৩ জন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে পুনরায় দলে ফিরিয়ে এনেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মঙ্গলবার (৭ জানুয়ারি) কেন্দ্রীয় সিদ্ধান্তের মাধ্যমে তাদের প্রাথমিক সদস্যপদ পুনর্বহাল করা হয়।বহিষ্কারাদেশ প্রত্যাহারপ্রাপ্ত নেতারা হলেন:- বরিশাল মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর হাবিবুর রহমান টিপু, শাহ আমিনুল ইসলাম এবং হারুন অর রশিদ।

এ বিষয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, ইতিপূর্বে দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আপনাদের দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে আপনাদের আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেওয়া হলো।

Post Comment

YOU MAY HAVE MISSED