Loading Now

বহু তালবাহানার পর ঐতিহ্যবাহী বেলস পার্কের অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করেছে বিসিসি

নিজস্ব প্রতিবেদক ।।

শেষ পর্যন্ত বেলস পার্ক থেকে সকল অবৈধ দোকান উচ্ছেদ করেছে বরিশাল সিটি কর্পোরেশন। নগরীর সুশীল সমাজ ও সাধারণ মানুষের তীব্র সমালোচনাকে তোয়াক্কা করে বিসিসির প্রশাসক রায়হান কায়সার দৈনিক ভাড়া নির্ধারণ করে দোকান স্থাপন করার অনুমতি দিয়েছিলেন পাশাপাশি ঐতিহ্যবাহী ঐ স্থানে আগে থেকেই গড়ে উঠেছিল বেশ কিছু অবৈধ দোকান। বেলস পার্কটির অবস্থা এতটাই বেহাল হয়েছিল যে, দোকান পাটের জন্য সাধারণ মানুষ চলাচল করতে হিমশিম খেত। বিষয়টি এর আগেও নৌ পরিবহন উপদেষ্টাসহ সরকারের কয়েকজন সচিবের নজরে আনে সুশীল সমাজের প্রতিনিধিরা।মাসখানেক পুর্বে বেলসপার্ক এলাকার সৌন্দর্য বর্ধন করতে নির্দেশনা দেয় সরকারের এক উপদেষ্টা তবুও কার্যকর ব্যবস্থা নেয়নি বিসিসি। পরবর্তীতে বেলস পার্ক এলাকার দোকানপাট বিসিসির পক্ষ থেকে সরকারের নৌ উপদেষ্টা রবিবার ১৩ই সেপ্টেম্বর বরিশাল আসার আগের দিন শনিবার ১২ সেপ্টেম্বর রাতে বিসিসির উচ্ছেদ শাখার কর্মচারীদের পাশাপাশি নিয়মিত শ্রমিক নিয়োগ করে তড়িঘড়ি করে ভেঙে ফেলা হয়। এমনকি রাতের মধ্যে উচ্ছিষ্ট অংশ পরিস্কার করে বেলস পার্ককে আগের রূপে ফিরিয়ে আনা হয়। এ উচ্ছেদের ফলে পার্কটি ফিরে পেয়েছে তার রুপ।স্বস্তির নি:শ্বাস ফেলার পাশাপাশি বিসিসির এমন উদ্যেগকে সাধুবাদ জানিয়েছে নগরীর সাধারণ মানুষ।

Post Comment

YOU MAY HAVE MISSED