Loading Now

বাংলাদেশ সফরের প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন বাভুমা

 

স্পোর্টস ডেক্স ।।

এ মাসের ২১ তারিখে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে দক্ষিণ আফ্রিকা। তবে সফর শুরুর আগে বড় ধাক্কা খেলো প্রোটিয়ারা। সিরিজের প্রথম টেস্ট থেকে ছিটকে গেছেন দলটির নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমা। আজ এক বিবৃতিতে খবরটি নিশ্চিত করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।

তারা জানিয়েছে, বাঁ হাতের বাহুর মাংসপেশিতে চোট পেয়েছেন বাভুমা। তবে প্রথম টেস্ট না খেলতে পারলেও আগামী মঙ্গলবার দলের সঙ্গে বাংলাদেশে আসবেন তিনি।

আগামী ২৯ অক্টোবর হবে দ্বিতীয় টেস্ট। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হতে যাওয়া ওই ম্যাচে খেলার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বাভুমা। বাভুমা না থাকায় প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার নেতৃত্ব দেবেন এইডেন মার্করাম। আর একাদশে বাভুমার জায়গায় খেলবেন ডেওয়াল্ড ব্রেভিস। এছাড়া মেরুদণ্ডের চোটের কারণে বাদ পড়ে যাওয়া নান্দ্রে বার্গারের পরিবর্তে খেলবেন লুঙ্গি এনগিডি।

দক্ষিণ আফ্রিকার স্কোয়াড: টেম্বা বাভুমা (অধিনায়ক, প্রথম টেস্টে নেই), ডেভিড বেডিংহাম, ম্যাথু ব্রিটজকে, ডেওয়াল্ড ব্রেভিস, টনি ডি জর্জি, কেশভ মহারাজ, এইডেন মার্করাম (প্রথম টেস্টে অধিনায়ক), উইয়ান মুল্ডার, সেনুরান মুথুস্বামী, লুঙ্গি এনগিডি, ড্যান পিট, কাগিসো রাবাদা, ত্রিস্তান স্টাবস, রায়ান রিকেলটন, কাইল ভেরেইনে, ড্যান পিটারসন।

Post Comment

YOU MAY HAVE MISSED