Loading Now

বাংলার বাঘ ফাউন্ডেশনের মিলনমেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক ।।

স্বেচ্ছাসেবী সংগঠন বাংলার বাঘ ফাউন্ডেশনের আয়োজনে স্বেচ্ছাসেবকদের নিয়ে মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৮ জুন সেন্ট-বাংলাদেশের সভাকক্ষে বিকেল ৩টায় কেক কেটে মিলনমেলার উদ্বোধন করা হয়। বাংলার বাঘ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এ. কে. ফ্লোরা ফাউন্ডেশনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন। এসময় তিনি বলেন, “বাংলার বাঘ ফাউন্ডেশন সমাজ উন্নয়ন, শিশুকল্যাণ, পরিবেশ সংরক্ষণ এবং মানবিক সহায়তার মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্যে কাজ করছে।

এরপর ফাউন্ডেশনের হিসাবরক্ষক মৃণ্ময় কুমার মন্ডল বিগত বছরগুলোতে বাস্তবায়িত বিভিন্ন কার্যক্রম তুলে ধরে বলেন “আমাদের পরিচালিত শিশু উন্নয়ন কেন্দ্র, নারীর ক্ষমতায়ন প্রকল্প, বৃক্ষরোপণ কর্মসূচি, এবং প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা প্রভৃতি প্রকল্পগুলোতে স্বেচ্ছাসেবকদের গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

সিনিয়র প্রোগ্রাম ডিরেক্টর ফারজানা ফেরদৌসের সঞ্চালনার এক ঘণ্টার প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন। প্রশিক্ষণে তিনি স্বেচ্ছাসেবার নৈতিকতা, নেতৃত্ব গুণাবলি, দলবদ্ধ কাজের কৌশল এবং সামাজিক দিক গুলো তুলে ধরেন।

 

Post Comment

YOU MAY HAVE MISSED