বাইক ফেলে পালালো নিষিদ্ধ ছাত্রলীগ নেতা, বিক্ষুব্ধ ছাএরা পুড়িয়ে দিল বাইক
নিজস্ব প্রতিবেদক ।।
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ কর্মী তানজিদ মঞ্জুকে আটক পর পালিয়ে যাওয়া অভিযোগ উঠেছে।
রবিবার ২৪ আগস্ট রাত ৯ টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন আনন্দবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রদলের কয়েকজন কর্মী মঞ্জুকে স্থানীয় ফরেন মামার দোকানে দেখতে পেয়ে আটক করে। এ খবর ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঘটনাস্থলে জড়ো হতে শুরু করেন। অন্যদিক শিক্ষার্থীদের জড়ো হওয়ার এক পর্যায় মঞ্জু সুযোগ পেয়ে নভোথিয়েটার এলাকায় বাইক ফেলে রেখে পালিয়ে যায়। পরে বিশ্ববিদ্যালয়ের আাশপাশের এলাকা খোঁজাখুজি করে মঞ্জুকে আর পাওয়া যায়নি। পরবর্তীতে রাত ১ টার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মঞ্জুর বাইকে আগুন জ্বালিয়ে পুরিয়ে দেয়। এ ঘটনায় ক্যাম্পাসজুড়ে নানা আলোচনা শুরু হয়েছে।
Post Comment