বাউফলে জাল টাকাসহ যুবক আটক
বাউফল প্রতিনিধি ।।
পটুয়াখালীর বাউফলে জাল নোটসহ পলাশ হাওলাদার (২৬) নামের এক যুবককে আটক করেছে বাউফল থানা পুলিশ।
বুধবার (১৬ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে শহরের ৮ নম্বর ওয়ার্ডের ইঞ্জিনিয়ার ফারুক আহমেদ তালুকদার মহিলা কলেজের পেছন থেকে তাকে আটক করেন।
আটক পলাশ পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের নূরুল হক হাওলাদারের ছেলে।
এ সময় তার কাছ থেকে ১,০০০ টাকার ৩৯টি জাল নোট উদ্ধার করা হয়।
বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, পলাশের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। বৃহস্পতিবার তাকে পটুয়াখালী আদালতে পাঠানো হবে।
Post Comment