Loading Now

বাউফলে দেয়ালে দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!

 

বাউফল প্রতিনিধি ।।

পটুয়াখালীর বাউফলে বিভিন্ন প্রতিষ্ঠানের দেয়ালে দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগানসহ বিভিন্ন লেখা দেখা গেছে। তবে কারা এসব লিখেছে, সে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।

শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল থেকে কয়েক জায়গায় দেয়ালে দেয়ালে লেখা স্লোগান সাধারণ মানুষের নজরে আসে।

সরেজমিনে দেখা যায়, পৌরসভা ও কালাইয়া এলাকার বেশ কিছু জায়গায় দেয়ালে সবুজ রঙের কালি দিয়ে ‘জয় বাংলা’, ‘জয় শেখ হাসিনা’ এবং ‘শেখ হাসিনায় আস্থা’ এমন স্লোগান লেখা হয়েছে। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এসব ছবি ও ভিডিও পোষ্ট করেছেন। বাউফল পাবলিক লাইব্রেরীর দেয়ালেও ‘জয়বাংলা, যুদ্ধ হবে আরেকবার’ স্লোগান লেখা হয়েছে।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর বাউফলে আওয়ামী লীগ ও ছাত্রলীগসহ তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আত্মগোপনে চলে যান। এরপর তাদের কোনো প্রকাশ্য তৎপরতা লক্ষ্য করা যায়নি। তবে হঠাৎ এই দেয়াল লিখনের মাধ্যমে তাদের সক্রিয়তার আভাস পাওয়া যাচ্ছে।

এদিকে উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান হাসানের ফেসবুক থেকে শুক্রবার দুপুর ১টায় বিভিন্ন দেয়ালে লেখা এসব স্লোগানের একটি ভিডিও শেয়ার করা হয়।

এ বিষয়ে ছাত্রলীগ নেতা সাইদুর রহমান হাসান সাংবাদিকদের বলেন, কেন্দ্রীয় নির্দেশনা পাওয়ার পরে আমরা রাজপথে নামবো। নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্য আমরা ছাত্রলীগ ঐক্যবদ্ধ আছি।

অন্যদিকে সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। স্থানীয় অনেকেই ফেসবুকে পোস্ট দিয়ে প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

বাউফল উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুজাহিদ মুন্সি সাংবাদিকদের বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে রয়েছেন। রাতের আঁধারে হয়তো তাদের লোকজন দিয়ে দেয়ালে ‘জয় বাংলা’ গ্রাফিতি লিখেছে। তবে এ বিষয়টি প্রশাসন দেখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। কারণ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের প্রকাশ্যে এসব কর্মকান্ড করার সুযোগ নেই।

এ বিষয়ে বাউফল থানার ওসি কামাল হোসেন বলেন, বিষয়টি পুলিশের নজরে আসার পর খোঁজখবর নেওয়া হচ্ছে।

Post Comment

YOU MAY HAVE MISSED