Loading Now

বাউফলে পরিত্যক্ত ভবনে চলছে ৮ সরকারি দপ্তরের কার্যক্রম

অনলাইন ডেক্স ।।

পটুয়াখালীর বাউফলে সরকারি আটটি দফতরের কার্যক্রম চলছে পরিত্যক্ত ভবনে। প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে ওই পরিত্যক্ত ভবনে দায়িত্ব পালন করছেন কর্মকর্তা-কর্মচারীরা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কয়েক বছর আগে উপজেলা পরিষদের পুরাতন ভবন পরিত্যক্ত ঘোষণা করা হয়। সম্প্রতি ৭ কোটি টাকা ব্যয়ে উপজেলা পরিষদের জন্য একটি নতুন ভবণ নির্মাণ করা হয়। এরপর কিছু অফিস নতুন ভবনে স্থানান্তর করা হলেও স্থান সংকুলান না হওয়ায় পরিত্যক্ত ভবনেই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে আটটি সরকারি দপ্তরের।

সরেজমিন পরিদর্শনকালে দেখা যায়, উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের, উপজেলা সমবায় অধিদপ্তর, তথ্য সেবা কেন্দ্র, উপজেলা পরিসংখ্যান অফিস, যুব উন্নয়ন অধিদপ্তর, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ও পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে পরিত্যক্ত ভবনে। ওই পরিত্যক্ত ভবনের প্রতিটি কলাম ফেটে রড বেড়িয়ে গেছে। দেয়াল ও ছাদের পলেস্তরা খসে পড়ছে। ছাদ ধ্বসে পড়ার আশংকায় পুরাতন ব্রিজের বিম দিয়ে খুঁটি বানিয়ে সাপোর্ট দেওয়া হয়েছে। নিয়মিত স্যাঁতসেঁতে পরিবেশে অফিস করছেন প্রতিটি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিলন বলেন, বর্ষা মৌসুমে ছাদ চুইয়ে পানি পড়ে মেঝে তলিয়ে যায়। ভবন ধ্বসে পড়ার আশংকায় পুরানো ব্রিজের বিম দিয়ে খুঁটি তৈরি করে সাপোর্ট দেওয়া হয়েছে। স্যাঁতসেঁতে পরিবেশ হওয়ায় কম্পিউটারসহ মূল্যবান আসবাবপত্র নষ্ট হয়ে যাচ্ছে। সবচেয়ে বড় বিষয় হলো প্রাকৃতিক দুর্যোগ কিংবা ভূমিকম্পের মতো অঘটন ঘটলে কর্মকর্তা-কর্মচারীদের প্রাণহানির আশংকা রয়েছে।

এলজিইডির উপসহকারি প্রকৌশলী আলী ইবনে আব্বাস বলেন, অনেক আগেই উপজেলা পরিষদের ৩টি ভবন ও ৩টি ডরমেটরি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। নতুন ভবনে স্থান সংকুলান হচ্ছে না। তাই বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে কয়েকটি দপ্তরের কার্যক্রম চলছে।

বাউফলের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সালেহ আহমেদ বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Post Comment

YOU MAY HAVE MISSED