বাকেরগঞ্জে অপারেশন ডেভিল হান্টে আওয়ামী লীগের ৪ নেতা-গ্রেপ্তার
বাকেরগঞ্জ প্রতিনিধি ।।
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় গত ২৪ ঘন্টায় অপারেশন ডেবিট হান্ট অভিযানে গারুড়িয়া ইউনিয়নের যুবলীগের সভাপতি, ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য রফিকুল ইসলাম খান ও উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন হাওলাদার কে নিজ বাসভবন থেকে গ্রেফতার করেছে বাকেরগঞ্জ থানা পুলিশ।
এছাড়াও রঙ্গশ্রী ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের আওয়ামী লীগ কর্মী বাচ্চু ও দুর্গাপাশা ইউনিয়নের মজিদ খান কে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিদের ১৫ ফেব্রুয়ারি (শনিবার) বাকেরগঞ্জ থানা পুলিশ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে।
ঘটনার সত্যতা স্বীকার করে বাকেরগঞ্জ থানার ওসি সফিকুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম ও শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হাওলাদারের নামে থানায় মামলা রয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
Post Comment