Loading Now

বাকেরগঞ্জে ইট ভাটায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা আদায়

 

বাকেরগঞ্জ প্রতিনিধি ।।

বরিশালের বাকেরগঞ্জে সরকারি বিধি না মেনে ইটভাটা পরিচালনার দায়ে একটি ইটভাটায় দুই লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া এসময় আরও ২ টি অবৈধ ইট ভাটার চিমনি উপরে ফেলা হয়।

সোমবার (১৭ ফেব্রুয়ারী ) উপজেলার ফরিদপুর ইউনিয়নের সেভেন স্টার ব্রিকস, এম.এ.বি ব্রিকস ও এস.টি.টু ব্রিকস এ অভিযান চালিয়ে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা কমিশনার( ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তন্ময় হালদার।

অভিযানের বিষয়ে জানতে চাইলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তন্ময় হালদার বলেন, জেলা প্রশাসক মো: দেলোয়ার হোসেনের নির্দেশনা অনুযায়ী লাইসেন্স না থাকা ও ইট ভাটায় কাঠ পোড়ানোর সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় ফরিদপুর ইউনিয়নের ৩ টি ইট ভাটায় অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানা আদায় ও ২ টি ইট ভাটার চিমনি উপরে ফেলা হয়। তিনি আরও বলেন, জনগণের বৃহৎ স্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

Post Comment

YOU MAY HAVE MISSED