বাকেরগঞ্জে ছাত্রদলের আহবায়কের বিরুদ্ধে ধর্ষণ মামলা
বাকেরগঞ্জ প্রতিনিধি ।।
বাকেরগঞ্জে রুহুল আমিন (৩৪) নামে এক ছাত্রদল নেতার বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। বুধবার রাত ১১টার দিকে বাকেরগঞ্জ থানায় ৩১ বছর বয়সি এক নারী এ মামলা করেছেন বলে নিশ্চিত করেন থানার ওসি সফিকুল ইসলাম।
অভিযুক্ত ওই ছাত্রদল নেতা রুহুল আমিন হাওলাদার বাকেরগঞ্জ পৌর ছাত্রদলের আহবায়ক। তিনি বাকেরগঞ্জ পৌর এলাকার ৫নং ওয়ার্ডের সাহেবগঞ্জ মাদ্রাসা রোড এলাকার মোতাহার হাওলাদারের ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, অভিযুক্ত ওই ছাত্রদল নেতার প্রতিবেশী ওই নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ সুযোগ নিয়ে বাদী বরিশাল ইউনিকেয়ার হেলথ অ্যান্ড টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে নার্সিং কোর্স করাকালে বরিশাল কোতোয়ালি থানাধীন ভাড়া বাসায় নিয়মিত স্বামী-স্ত্রী রূপে শারীরিক সম্পর্ক স্থাপন করে বসবাস করেন। এমনকি বরিশাল এবং কুয়াকাটার বিভিন্ন স্থানে ঘুরতে নিয়ে বাদীর সঙ্গে শারীরিক সম্পর্ক করেন রুহুল আমিন।
বাদী জানান, গত ১৪ জানুয়ারি রাতে আবারো রুহুল বাকেরগঞ্জ পৌর শহরে তার মায়ের ভাড়া বাসায় রাতযাপন করতে গেলে তিনি বিয়ে ও কাবিন করার কথা বলেন। পরে রুহুল সম্পর্কের বিষয়টি পুরোপুরি অস্বীকার করে বসেন। এমনকি বিয়ে ও কাবিন করার কথা বললে বাদীকে দেখে নেওয়ার হুমকি দিয়ে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন অভিযুক্ত রুহুল। তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হলে তিনি বাধ্য হয়ে বাকেরগঞ্জ থানায় তার বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন।
মামলার বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত আসামি পৌর ছাত্রদল আহবায়ক রুহুল আমিন জানান, অভিযোগের বিষয় সঠিক না। আমাকে হেয় করতে এমন ঘটনা সাজানো হয়েছে।
বাকেরগঞ্জ থানার ওসি সফিকুল ইসলাম জানান, বরিশাল ও বাকেরগঞ্জের ভাড়া বাসায় বিয়ের কথা বলে এক নারীকে বিভিন্ন সময় ধর্ষণের অভিযোগে রুহুল আমিনের নামে ধর্ষণ মামলা হয়েছে। তার রাজনৈতিক পরিচয় আমার জানা নেই। মামলার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Post Comment