বাকেরগঞ্জে ছোট ভাইয়ের বিরুদ্ধে বড় ভাইকে পিটিয়ে জখমের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক ।।
বরিশালের বাকেরগঞ্জে যুবদল নেতাকে পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে এক ছাত্রদল নেতার বিরুদ্ধে। সংশ্লিষ্টরা বলছেন, সম্পর্কে যুবদল ও ছাত্রদল নেতা আপন ভাই। পৈতৃক সম্পত্তির জেরে বড় ভাইকে মারধর করেছে ছোট ভাই।
সোমবার বিকালে উপজেলার আওয়ালিয়াপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় মারধরের শিকার থানা যুবদলের সদস্য শাহিন খানের স্ত্রী আঁখি বেগম বাকেরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত ছাত্রদল শাওন খান রঙ্গশ্রী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি।
আঁখি বেগম জানান, তার স্বামীরা তিন ভাই। সবাই মিলে তাদের বাবার পৈতৃক সম্পত্তিতে যৌথভাবে বহুতল ভবন নির্মাণ করে। ওই ভবনের ছাদে শাওন ও তার স্ত্রী লাকি বেগম জোর করে একটি কক্ষ নির্মাণে চেষ্টা করে। এ নিয়ে কয়েক দফা সালিশি বৈঠক হলেও বিরোধ মেটেনি।
সোমবার শাওনের স্ত্রী কক্ষ নির্মাণের চেষ্ট করেন। এতে শাহিন ও তার স্ত্রী বাধা দিলে লাকি বেগমের সঙ্গে তাদের বাগবিতণ্ডা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে শাওন এসে বড় ভাইকে মারধর করে। এ সময় শাহিনের স্ত্রী বাধা দিলে তাকেও মারধর করা হয়। পরে শাওন সেখান থেকে চলে যায়। পরিবারের বাকি সদস্যরা শাহিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি।
যুবদল নেতা শাহিন বলেন, ‘আমি কিছু বুঝে উঠার আগেই আমার ওপর হামলা করেন শাওন। আমার স্ত্রী বাধা দিলে তাকেও মারধর করা হয়।’
অভিযোগের বিষয়ে জানতে রঙ্গশ্রী ইউনিয়ন ছাত্রদল সভাপতি শাওনের মোবাইলে একাধিকবার কল দিলেও তিনি তা রিসিভ করেননি। খুদে বার্তা পাঠানো হলেও তিনি এতে সাড়া দেননি।
এ বিষয়ে বাকেরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুরেজিত বড়ুয়া বলেন, ‘বিষয়টি পারিবারিক। এখানে রাজনীতি না টানাটানি করায় শ্রেয়। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
Post Comment