বাচ্চাদের কথা মত দেশ চালালে চরম ভুল করবেন: মুফতি ফয়জুল
পিরোজপুর প্রতিনিধি ।।
ঢাকায় এবং ঢাকার বাইরে জাতীয় পার্টির অফিস ভাঙার ঘটনায় প্রশ্ন তুলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। রোববার (৩ নভেম্বর) বিকেলে পিরোজপুর শহরের শহীদ মিনারে সংগঠনটির ইউনিয়ন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রশ্ন তোলেন।
হুট করে বাচ্চারা যেই সিদ্ধান্ত দেয় সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ করলে মারাত্মক ভুল করবেন বলে অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।
এ সময় তিনি বলেন, ‘যে বৈষম্য জুলুম দূর করার জন্য আমরা আন্দোলন করেছিলাম; ৫ আগস্টের পর আজও সেই জুলুম, অত্যাচার, অবিচার, ভাঙচুর আর দেখতে চাই না।’
‘জাতীয় পার্টির অফিস ভাঙচুর আমার ভালো লাগে নাই’- মন্তব্য করে তিনি বলেন, এই ভাঙচুরের কারণেই তো আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে সংগ্রাম করেছিলাম।
এছাড়া যারা খুন করে নাই, সন্ত্রাস করে নাই; তাদেরকে কেন মামলায় আসামি করা হচ্ছে- সেই প্রশ্ন তুলে ফয়জুল করীম বলেন, কেন এখনও গায়েবি মামলা দেয়া হচ্ছে?
তিনি আরও বলেন, ‘আমরা অন্যায়কারীর বিচার চাই; কিন্তু তার স্বজনদের বিচার চাই নাই।’
‘আওয়ামী লীগের মধ্যে হাজারও মানুষ আছে যারা অন্যায় করে নাই’- এমন মন্তব্য করে তিনি বলেন, ‘আপনি তাদের বিরুদ্ধে মামলা দিবেন কেন?’
‘ছাত্ররা ক্ষমতায় বসিয়েছে’- প্রধান উপদেষ্টার এ বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ছাত্র-জনতা মিলে তাকে ক্ষমতায় বসিয়েছেন।
তিনি বর্তমান সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘হুট করে বাচ্চারা যেই সিদ্ধান্ত দেয় সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ করলে মারাত্মক ভুল করবেন।’
সংখ্যানুপাতিক হার বিবেচনায় পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন দেয়ার দাবি করে তিনি বলেন, এতে করে দেশের মধ্যে সকলের অধিকার প্রতিষ্ঠিত হবে। আর কেউ স্বৈরাচারী হতে পারবে না।
ইসলামী আন্দোলন বাংলাদেশের পিরোজপুর জেলা শাখার সভাপতি মো. ইয়াহ্ইয়া হাওলাদারের সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন দলটির প্রেসিডিয়াম সদস্য মো. মাহবুবুর রহমান, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম এবং পিরোজপুর জেলা শাখার প্রধান উপদেষ্টা মো. মাসুম বিল্লাহ প্রমুখ
Post Comment