Loading Now

বানারীপাড়ায় গাঁজাসহ নারী গ্রেপ্তার

 

বানারীপাড়া প্রতিনিধি ।।

বরিশালের বানারীপাড়ায় নবাগত অফিসার ইনচার্জ মো. মোস্তফার মাদক নিয়ন্ত্রণে বিশেষ অভিযানে ৪ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি শাকিলের স্ত্রী মীমকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) বেলা ১২টায় বানারীপাড়া থানার উপ-পরিদর্শক আল-মামুনের নেতৃত্বে উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের মহিষাপোতা গ্রামের মাদক সম্রাট শাকিলের বাড়ি থেকে ৪ কেজি গাঁজাসহ শাকিলের স্ত্রী মীমকে গ্রেপ্তার করা হয়।

অভিযোগ রয়েছে, মীম স্বামী শাকিলের মাদক ব্যবসায় সহায়তাকারী হিসেবে কাজ করেন।

পুলিশ জানায়, অভিযানের সময় মাদক ব্যবসায়ী শাকিলকে না পেলেও তার বসতঘর থেকে ওই ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে শাকিলের স্ত্রী মীম ও তার স্বামী শাকিলকে আসামি করে উপ-পরিদর্শক আল-মামুন বাদী হয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। ওই মামলায় মীমকে গ্রেপ্তার দেখিয়ে বুধবার (৬ নভেম্বর) সকালে বরিশাল আদালতে পাঠানো হয়।

এদিকে মাদক ব্যবসায়ী শাকিলের বাবা মো. আফসের হোসেন হাওলাদার ছেলেকে এমন কর্মকান্ড করতে নিষেধ করেছিলেন। কিন্তু তিনি শোনেননি জানিয়ে হাওলাদার বলেন, ছেলে মাদক বিক্রিতে জড়িত থাকায় তিনি লজ্জিত। এবং প্রশাসনের কাছে ছেলের শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তফা বলেন, বানারীপাড়া থানায় যোগদান করেই সর্বনাশা মাদকের বিরুদ্ধে তিনি জিরো টলারেন্স ঘোষণা করেছেন। মাদক সেবনকারী বা ব্যবসায়ী যতই প্রভাবশালী হোক, তাদেরকে আইনের আওতায় আনা হবে।’

Post Comment

YOU MAY HAVE MISSED