বানারীপাড়ায় ধর্ষকদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন
বানারীপাড়া প্রতিনিধি ।।
বরিশালের বানারীপাড়ায় নবম শ্রেণীর শিক্ষার্থী ধর্ষনের ঘটনায় অভিযুক্ত আসামিদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবী ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক সুব্রত লাল কুন্ডুর ছেলে শান্ত কুন্ডুর নাম এজাহার ভুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৭ এপ্রিল সোমবার সকাল দশটায় বানারীপাড়া কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সর্বস্তরের জনগনের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম মাহমুদ মাহবুব মাস্টার,পৌর বিএনপির সদস্য সচিব হাবিবুর রহমান জুয়েল, উপজেলা শ্রমিক দলের সভাপতি ফখরুল সিদ্দিকী সম্রাট, পৌর শ্রমিক দলের সভাপতি ইদ্রিস মল্লিক, সাংবাদিক মাহাবুবুর রহমান সোহেল, ভিকটিম স্কুল ছাত্রীর মামা জাকির হোসেন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা স্কুল ছাত্রী ধর্ষনের শিকার হয়ে মামলা দায়েরের চার দিন পেরিয়ে গেলেও পুলিশ কাউকে গ্রেফতার না করতে পারায় এবং থানা পুলিশের কাছে দেয়া ভিকটিম ওই স্কুল ছাত্রীর জবানবন্দী অনুযায়ী উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক সুব্রত লাল কুন্ডুর ছেলে শান্ত কুন্ডুর নাম এজাহারে না থাকায় ক্ষোভ প্রকাশ করেন। তারা অবিলম্বে শান্ত কুন্ডুর নাম মামলার এজাহারে অন্তর্ভুক্তি ও গ্রেফতারের জোড় দাবি জানান।মানববন্ধনে ধর্ষিতা স্কুল ছাত্রীর মামা জাকির হোসেন জানান, প্রথমে দুইজন ধর্ষকের নামে অভিযোগ দিতে চাইলেও অজ্ঞাত কারনবশত থানা পুলিশ একজনের নাম বাদ দিয়ে দেয়। বক্তারা যে অদৃশ্য শক্তির বলে ধর্ষনে জড়িত থাকা বানারীপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডের ছেলে শান্ত কুন্ডুর নাম বাদ দিতে সহযোগিতা করেছে তাদেরকেও বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানান। তারা মূল ধর্ষক সদর ইউনিয়নের আলতা গ্রামের বাবুল হালদারের ছেলে শোভন হালদার (২২) ও অভিযুক্ত সহযোগী শান্ত কুন্ডুর(২২) নাম মামলার নথিতে অন্তর্ভুক্ত করে গ্রেফতারের দাবি জানান।
উল্লেখ্য গত ৩ এপ্রিল দুপুর ১২ টায় অভিযুক্ত শোভন হালদার ও শান্ত কুন্ডু ওই স্কুল ছাত্রীকে জোরপূর্বক ব্যাটারিচালিত গাড়িতে উঠিয়ে নিয়ে চেতনানাশক ওষুধ ব্যবহার করে ধর্ষনের পর ৪ এপ্রিল বিকাল তিনটায় মেয়েটিকে রক্তাক্ত অবস্থায় তার বাসার সামনে ফেলে যায়। ওই দিন বিকালেই মেয়েটি তার পরিবারের সদস্যদের মাধ্যমে থানা পুলিশের দ্বারস্থ হয় এবং তার মা থানায় মামলা দায়ের করেন।এ ব্যাপারে বানারীপাড়া অফিসার ইনচার্জ মো: মোস্তফা জানান, তদন্ত করে ঘটনার সাথে জড়িত সকল দোষীদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখী করা হবে। অপরাধীরা যতই প্রভাবশালী হোকনা কেন কাঊকে কোন প্রকার ছাড় দেয়া হবেনা। আসামীদের গ্রেফতারের জোড় প্রচেষ্টা চলছে বলে ও তিনি জানান।
Post Comment