Loading Now

বাবার মৃত্যুর ৬ দিন পর ডিজে পার্টি, কটাক্ষের শিকার প্রিয়াঙ্কা

বিনোদন ডেক্স ।।

দীর্ঘদিন ধরেই বলিউড সিনেমায় অনিয়মিত মুখ প্রিয়াঙ্কা চোপড়া। কিন্তু ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়ই সংবাদের শিরনাম হন এই অভিনেত্রী। এবার কটাক্ষের শিকার হচ্ছেন এই অভিনেত্রী।

সাম্প্রতিক সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে প্রিয়াঙ্কার পারিবারিক জীবনের অতীত একটি ঘটনা। বাবার মৃত্যুর ৬ দিন পর জন্মদিন পার্টির আয়োজন করেছেন নায়কা। যা নিয়ে রীতিমত সমালোচনার ঝড় বইছে নেট দুনিয়ায়।

ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, ২০১৩ সালে মারা যান প্রিয়ঙ্কার বাবা অশোক চোপড়া। সেই সময় বাবার মৃত্যুর মাত্র ৬ দিন পরেই মায়ের জন্মদিন পার্টির আয়োজন করেন নায়কা। অনুষ্ঠানের একটি ভিডিও নিজেই শেয়ার করেন অভিনেত্রীর মা মধু চোপড়া। এক যুগ পরে সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। আর তাতেই তুমুল সমালোচনা শিকার প্রিয়াঙ্কা।
!

এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘বাবা বেঁচে থাকলে তিনি নিজেও মায়ের জন্মদিন পালন করতেন। আমি সেই কাজটাই করেছি।’ সে সময় মধু (প্রিয়াঙ্কার মা) সমালোচনা সহ্য করেছেন ছেলে-মেয়ের মুখ চেয়ে। জন্মদিনের ওই পার্টিতে উপস্থিত ছিলেন অভিনেতা জন আব্রাহাম।

p
মধু গণমাধ্যমকে জানান, প্রিয়াঙ্কা তার বাবা অশোক চোপড়ার মৃত্যুর পরপরই মায়ের জন্মদিন পালন করেছিল। কারণ সে মায়ের মুখে হাসি দেখতে চাইতো। বাবার মৃত্যুর পরপরই পার্টির আয়োজন করায়, তার কিছু আত্মীয়স্বজন প্রিয়াঙ্কার সমালোচনা করতে শুরু করেন।

প্রিয়াঙ্কার মা মধুর আরও বলেন, ‘আমার জন্মদিন ১৬ জুন। আমার বয়স যখন ৬০, তখন ও আমার জন্মদিনের একটা বড় পার্টির আয়োজন করেছিল। আমার স্বামীর অসুস্থতার কারণে পুরো পরিবার সেই সময় এমনিতেই উপস্থিত ছিলেন। এরপর তিনি মারা যান। সেই সময়টা খুবই কষ্টে কেটেছে। কিন্তু প্রিয়াঙ্কা সেই বছর আমার জন্মদিন পালনের ব্যাপারে অনড় ছিলেন।’

উল্লেখ্য, প্রিয়াঙ্কা চোপড়ার বাবা দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই পর ২০১৩ সালে মারা যান। অশোক চোপড় ভারতীয় সেনাবাহিনীর একজন চিকিৎসক ছিলেন।

Post Comment

YOU MAY HAVE MISSED