Loading Now

বাবার সঙ্গে হলো না শেষ দেখা, শোকে কাতর রাইমা!

 

বিনোদন ডেক্স ।।

ভারতের খ্যাতিমান অভিনেত্রী মুনমুন সেনের স্বামী ভরত দেববর্মা আর নেই। ৮৩ বছর বয়সে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে ১৯ নভেম্বর সকালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। বাবাকে হারিয়ে শোকে পাথর হয়ে আছেন রাইমা সেন।

বাবা যখন কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তখন রাইমা ছিলেন দিল্লীতে। মায়ের সঙ্গে কাজের সূত্রে দিল্লি যেতে হয়েছিল। তাই বাবার মৃত্যুর সময় পাশে থাকতে পারেননি। হলো না বাবার সঙ্গে শেষ দেখাটাও। সেই কষ্ট মেনে নিতে পারছেন না তিনি।

 

অশ্রুসিক্ত চোখে অভিনেত্রী রাইমা গণমাধ্যমে বলেন, ‘শেষ সময় পাশে থাকতে পারলাম না। বাবাকে খুব মিস করব।’

এর আগে দেওয়া সাক্ষাৎকারে বাবাকে নিয়ে কথা বলেছিলেন রাইমা। তিনি বলেন, ‘কলকাতায় বাড়িতে মা-বাবার সঙ্গেই বরাবর থাকি। তাই বেশি রাত করে বাড়ি ফেরার আগে দুবার ভাবি।’

প্রসঙ্গত, ১৯৭৮ সালে সুচিত্রা সেন নিজে দাঁড়িয়ে ভরত-মুনমুনের বিয়ে দেন। স্বামীর অনুমতিতেই অভিনয়ে আসেন মুনমুন। মেয়ে-জামাইয়ের এ সিদ্ধান্ত মেনে নিতেন পারেননি সুচিত্রা সেন। জানা যায়, এর কারণে নাকি তিনি এক বছর তাদের সঙ্গে কথা বলেননি। মুখ দেখেননি ভরত-মুনমুনের। পরে অবশ্য সেই মনোমালিন্য দূর হয়ে যায়। অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও আসেন সুচিত্রা কন্যা। তখনো স্বামীর সমর্থন পেয়েছিলেন এ অভিনেত্রী। এভাবেই এক সঙ্গে ৪৬ বছর তারা কাটিয়ে দিয়েছেন।

Post Comment

YOU MAY HAVE MISSED