Loading Now

বাবুগঞ্জে গলায় ওড়না পেঁচিয়ে শিশুর মৃত্যু

 

নিজস্ব প্রতিবেদক ।।

বরিশালের বাবুগঞ্জে ঘরের মধ্যে খেলা করতে গিয়ে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস লেগে শিশুর মৃত্যু হয়েছে। মৃত মোসা. সায়মা (০৯) উপজেলার দেহেরগতি ইউনিয়নের দেহেরগতি গ্রামের মো. সেলিম এর কন্যা।

বৃহস্পতিবার নিজ ঘরে দুপুর ২টায় শিশুর গলায় ওড়নায় পেঁচিয়ে গুরুতর অসুস্থ হয় পরে শিশু ক্যানা মোসা. সায়মা। এসময় উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষনা করেন কর্তব্যরত চিকিৎসক।

ঘটনাস্থল পরিদর্শন করে বাবুগঞ্জ থানার ওসি শেখ আমিনুল ইসলাম বলেন, একই পরিবারের তিন সন্তান নিজ বসত ঘরের রুমের ভিতরে ‘গরু বাঁধা’ খেলা করার সময় গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস লাগে।

গুরুতর অসুস্থ অবস্থায় পরিবারের সদস্যরা উদ্ধার করে চিকিৎসার জন্য শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিশু সায়মাকে মৃত ঘোষণা করেন। এঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।

Post Comment

YOU MAY HAVE MISSED