Loading Now

বাবুগঞ্জে ট্রলার চালক মাহাবুবুলের মরদেহ উদ্ধার, গ্রেফতার ৬

 

বাবুগঞ্জ প্রতিনিধি ।।

বরিশালের বাবুগঞ্জ উপজেলা থেকে নিখোঁজের ১০ দিন পর ট্রলার চালক মাহাবুবুল ইসলামকে (৫০) হত্যার ঘটনায় ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে বাবুগঞ্জের একাধিক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।

এ সময় গ্রেফতার ব্যক্তিদের স্বীকারোক্তি অনুযায়ী বিকেলে বাবুগঞ্জ উপজেলার সন্ধ্যা, সুগন্ধা আড়িয়াল খাঁ নদীর মোহনা থেকে ট্রলার চালকের লাশ উদ্ধার করা হয়।

পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছেন বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম।

এর আগে, চলতি বছরের ৩১ জানুয়ারি রাতে বাবুগঞ্জের সন্ধ্যা নদীতে ট্রলারসহ চালক অপহরণের শিকার হন। পরের দিন পহেলা ফেব্রুয়ারি বাবুগঞ্জ থানায় একটি মামলা করেন মাহাবুবুলের বড় ভাই জামাল।

ভুক্তভোগী মাহাবুবুল পার্শ্ববর্তী উজিরপুর উপজেলার মুন্ডপাশা গ্রামের সেকান্দার আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বাবুগঞ্জের রাহুতকাঠী-শিকারপুর খেয়াঘাটে ট্রলার চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

গ্রেফতার ছয় ব্যক্তির মধ্যে তিন জনের নাম জানা গেছে। তারা হলেন, হত্যার শিকার মাহাবুবুলের ভাতিজা সুজন হালদার, সুজনের মামাতো ভাই রিয়াদ ও নাইম।

হত্যার শিকার মাহাবুবুলের বড় ভাই জামাল বলেন, গত ৩১ জানুয়ারি রাত ১১টার দিকে সন্ধ্যা নদী পার হওয়ার জন্য যাত্রী বেশে ৫-৬ জন দুর্বৃত্ত উঠে। এরপর থেকে আমার ভাই মাহাবুবুল নিখোঁজ ছিলেন। এরপর মঙ্গলবার বাবুগঞ্জ উপজেলার তিন নদীর মোহনা থেকে লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় গ্রেফতার ব্যক্তিদের দ্রুত বিচার দাবি করেন তিনি।

বাবুগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম জানান, হত্যার শিকার মাহাবুবুলের আপন ভাতিজাসহ ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে জানান তিনি।

Post Comment

YOU MAY HAVE MISSED