Loading Now

বাবুগঞ্জে নারী অধিকার বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক ।।

বরিশালের বাবুগঞ্জে নারী অধিকার বিষয়ক এক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ আগস্ট) সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়ামে এ গণশুনানির আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আহমেদ। সভায় সভাপতিত্ব করেন মো: আবু সুফিয়ান শেখ এরিয়া ম্যানেজার পারায়ন প্রকল্প । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দ্রদ্বীপ ডেভেলপমেন্ট সোসাইটির প্রধান সমন্বয়কারী মোহাম্মদ আলি।

এই গণশুনানিটি অনুষ্ঠিত হয় পারায়ণ প্রকল্পের আওতায়, যা যৌথভাবে বাস্তবায়ন করছে অপরাজেয় বাংলাদেশ ও চন্দ্রদ্বীপ ডেভেলপমেন্ট সোসাইটি (সি ডি এস), বরিশাল। প্রকল্পটিকে সহযোগিতা করছে Nagorikota: Civic Engagement Fund (CEF) এবং GFA Consulting Group GmbH।

গণশুনানিতে উপস্থিত ছিল মহিলা মুক্তি সঙ্গীর সদস্যবৃন্দ, নারী প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, সামাজিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। নারীরা সরাসরি প্রশাসনের কাছে তাদের সমস্যা, বঞ্চনা ও প্রয়োজনীয় দাবিগুলো তুলে ধরেন।

আলোচকরা বলেন, নারীর ক্ষমতায়ন ও অধিকার প্রতিষ্ঠা ছাড়া সমাজে সুশাসন ও টেকসই উন্নয়ন সম্ভব নয়। বক্তারা নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, সমঅধিকার নিশ্চিতকরণ এবং স্থানীয় পর্যায়ে নারীদের সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, পারায়ণ প্রকল্পের মাধ্যমে গণশুনানি আয়োজন নারীদের কণ্ঠস্বরকে প্রান্তিক পর্যায় থেকে মূল নীতিনির্ধারণ প্রক্রিয়ায় পৌঁছে দিচ্ছে। এ উদ্যোগকে তারা নারী অধিকার ও স্থানীয় উন্নয়ন প্রক্রিয়ায় এক নতুন দৃষ্টান্ত হিসেবে আখ্যায়িত করেন।

Post Comment

YOU MAY HAVE MISSED