বাবুগঞ্জে পরিবেশ আইন ভঙ্গের দায়ে অর্থদণ্ড , পলিথিন জব্দ
বাবুগঞ্জ প্রতিবেদক ॥
বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর বাজারে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর আওতায় অভিযান পরিচালনা করে ১৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। ১৫ জুলাই মঙ্গলবার বিকালে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফারুক আহমেদ মোবাইল কোর্টের মাধ্যমে ১ হাজার টাকা অর্থদন্ড প্রদান করে।
এ সময় বরিশাল জেলা পরিবেশ অধিদপ্তরের ইন্সপেক্টর উপস্থিত ছিলেন এবং পুরো অভিযানের তদারকি করেন। বাজারে পলিথিন ব্যবহারের মাধ্যমে পরিবেশ দূষণের অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়।
এ সময় বাজার সংলগ্ন রাজার খালের দূষণ রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করা হয় বাজার কমিটিকে। পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে।
Post Comment