Loading Now

বাবুগঞ্জে পরিবেশ আইন ভঙ্গের দায়ে অর্থদণ্ড , পলিথিন জব্দ

বাবুগঞ্জ প্রতিবেদক ॥

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর বাজারে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর আওতায় অভিযান পরিচালনা করে ১৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। ১৫ জুলাই মঙ্গলবার বিকালে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফারুক আহমেদ মোবাইল কোর্টের মাধ্যমে ১ হাজার টাকা অর্থদন্ড প্রদান করে।

এ সময় বরিশাল জেলা পরিবেশ অধিদপ্তরের ইন্সপেক্টর উপস্থিত ছিলেন এবং পুরো অভিযানের তদারকি করেন। বাজারে পলিথিন ব্যবহারের মাধ্যমে পরিবেশ দূষণের অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়।

এ সময় বাজার সংলগ্ন রাজার খালের দূষণ রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করা হয় বাজার কমিটিকে। পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে।

Post Comment

YOU MAY HAVE MISSED