Loading Now

বাবুগঞ্জে ৪টি ইটভাটায় সাড়ে ১৬ লাখ টাকা জরিমানা, কাঁচা ইট ধ্বংস

বাবুগঞ্জ প্রতিনিধি ।।

বরিশালের বাবুগঞ্জে অবৈধভাবে ইটভাটা পরিচালনা করায় পরিবেশ অধিদপ্তরের ৪ ইটভাটাকে মোট সাড়ে ১৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুর ১ থেকে বেলা ৩ টা পর্যন্ত পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে দোয়ারিকা এলাকায় এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট লাভলী ইয়াসমিন।

পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট লাভলী ইয়াসমিনের নেতৃত্বে অভিযানে আরও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক মুহাম্মদ মুজাহিদুল ইসলাম, বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী সাইফুদ্দীনসহ জেলা পুলিশ, ১০ আর্মড ব্যাটালিয়ান পুলিম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সমন্বয়ে গঠিত একটি টীম।

অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর বরিশাল জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ তারেক আজিজ।

অভিযানে জরিমানা করা ইটভাটাগুলো হলো মেসার্স তাজ ব্রিকসের মালিক মোঃ আজাদ রহমান সাগকে ৪ লাখ, মেসার্স এশিয়া ব্রিকসের মালিক মোঃ ইশরাত হোসেনকে ২ লাখ ৫০ হাজার,মেসার্স আকন ব্রিকসের মালিক মোঃ মিল্টন হাওলাদারকে ৫ লাখ এবং মেসার্স ইসলাম ব্রিকসের মালিক মোঃ রুহুল আমিন লিটনকে ৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয় পরিচালক মুহাম্মদ মুজাহিদুল ইসলাম বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে ইটভাটাগুলো হতে তাৎক্ষণিকভাবে জরিমানা হিসেবে ১৬ লাখ ৫০ হাজার টাকা আদায় করা হয়েছে। সংশ্লিষ্ট ইটভাটাগুলোকে আগামী এক সপ্তাহের মধ্যে অবৈধ করাতকল অপসারণ এবং কাঠ পোড়ানো সম্পূর্ণ বন্ধ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এ ছাড়া তাদের কাঁচা ইট ধ্বংস ও ইটভাটার কিলন ভেঙ্গে দেওয়া হয়েছে। পরিবেশ সুরক্ষায় অবৈধভাবে পরিচালিত পরিবেশ দূষণকারী ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Post Comment

YOU MAY HAVE MISSED