Loading Now

বরগুনায় ইয়াবাসহ গ্রেপ্তার ২

বরগুনা প্রতিনিধি ।।

বরগুনা জেলার বামনা উপজেলার সোনাখারী গ্রাম হতে ২০০ পিচ ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে বামনা থানা পুলিশ। গ্রেফতারকৃতদ্বয় হলো বরগুনা জেলার বামনা উপজেলার সোনাখালী গ্রামের খোকনের স্ত্রী হেনারা বেগম (৩৮) এবং চট্টগ্রাম জেলাধীন চকরিয়া উপজেলার ফকিরহাট গ্রামের আবুল কাশেমের পুত্র ওচমান গণি (২৯) ।

পুলিশ সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার দিবাগত রাতে সোনাখালী গ্রামের দিঘীর পাড় হতে তাদেরকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়। ওচমান গণি কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে আসে খোকন ও খোকনের স্ত্রী হেনারা বেগমের মাধ্যমে বিক্রয় করে।

ইতোপূর্বে খোকন ইয়াবাসহ বহুবার গ্রেফতার হয়ে জেলহাজত বাস করে মুক্তি পেয়ে পুনরায় ইয়াবা বিক্রয়ের কাজে জড়িত হয়। বামনা থানা অফিসার ইন-চার্জ মোঃ হারুন অর-রশীদ হাওলাদার জানান গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে কোর্টে প্রেরণ করা হয়েছে।

Post Comment

YOU MAY HAVE MISSED