Loading Now

বিআরটিসি বাস উল্টে খাদে, আহত ১২

পাথরঘাটা প্রতিবেদক ॥

বরগুনার পাথরঘাটা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বিআরটিসি বাস প্রায় ১২ জন যাত্রী নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। শনিবার দুপুর দেড়টার দিকে উপজেলার কালমেঘা ইউনিয়নের কাটাখাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ ঘটনায় ১২ জন আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী ফারুক, হাফিজ উদ্দিন জানান, দুপুর দেড়টার দিকে বিকট শব্দ শুনে বাড়ি থেকে বের হয়ে সড়কের পাশে একটি বিআরটিসি বাস খাদে পড়ে থাকতে দেখেন। তাৎক্ষণিক পার্শ্ববর্তী লোকজনকে ডাক দিয়ে বাসের মধ্যে থাকা লোকজনকে উদ্ধার করেন। তাদের মধ্যে অনেকের হাত-পাসহ বিভিন্ন স্থান কেটে গেছে। বাসের মধ্যে থাকা আহত ব্যক্তিদের ফায়ার সার্ভিসের সহযোগিতায় পাথরঘাটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য পাঠানো হয়।

 

ফায়ার সার্ভিসের পাথরঘাটা স্টেশন লিডার শাহাদাত হোসেন জানান, ৯৯৯ থেকে ফোন করে আমাদেরকে জানায় একটি বাস দুর্ঘটনাকবলিত হয়েছে। তাৎক্ষণিক একটি টিম নিয়ে ঘটনাস্থলে গিয়ে বাসের মধ্যে থাকা আহতদের উদ্ধার করি। বাসের ড্রাইভার ও হেলপারকে খুঁজে পাওয়া যায়নি।

পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়েই ছুটি এসেছি। আহতদের উদ্ধার করে চিকিৎসা দেয়া হচ্ছে। মূলত সড়কের পাশে বড় গাছ থাকার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। বন বিভাগের মাধ্যমে ঝুঁকিপূর্ণ গাছগুলোকে অপসারণ করার চেষ্টা করা হবে।

Post Comment

YOU MAY HAVE MISSED